ক্বণন’র ৪০ বছর পূর্তি উৎসব ১ জানুয়ারি

| সোমবার , ২৯ ডিসেম্বর, ২০২৫ at ১১:২৩ পূর্বাহ্ণ

ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গন এর ৪০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১ ও ২ জানুয়ারি দু’দিন ব্যাপী বর্ণাঢ্য আবৃত্তি উৎসবের আয়োজন করেছে। আগামী ১ জানুয়ারি বিকাল চারটায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী দিনে প্রধান অতিথি থাকবেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। ২ জানুয়ারি শুক্রবার দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মুহাম্মদ মিজানুর রহমান।

দু’দিন ব্যাপী এই ৪০ বছর পূর্তি উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য আবৃত্তি শিল্পী নাসিম আহমেদ, লালমাটিয়া সরকারি মহিলা কলেজের শিক্ষক ও আবৃত্তি শিল্পী শায়েলা আহমেদ, বিশিষ্ট নাট্যজন ও সংগঠক আহমদ নাসিমুল হুদা নওশাদ এবং আবৃত্তি শিল্পী ও কবি মহিউদ্দিন তাহের। উন্মুক্ত এই অনু্‌ষ্ঠান উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএসএসসি ২০০০ ব্যাচের বর্ণাঢ্য আনন্দ র‌্যালি
পরবর্তী নিবন্ধ‘আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার উন্নয়নে সবাই একসঙ্গে কাজ করব’