বোধ মনন ও নিরলস প্রচেষ্টায় আবৃত্তির শুদ্ধ চর্চা। প্রসারে ৪০ বছর অর্থাৎ চার দশক পূর্ণ করলো ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গন। এই ২০২৬ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠার ৪০ বছর পূর্ণ করে ৪১ বছরে পা দেবে আবৃত্তি সংগঠন ক্বণন। ক্বণন’র ৪০ বছর পূর্তি উপলক্ষে আজ ও আগামীকাল শুক্রবার ২ জানুয়ারি দু’দিন ব্যাপী আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ বিকাল চারটায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে এই চার দশক পূর্তির উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী দিনে প্রধান অতিথি থাকবেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। আগামীকাল শুক্রবার দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মুহাম্মদ মিজানুর রহমান।
উৎসবে বিশেষ অতিথি থাকবেন দেশবরেণ্য আবৃত্তি শিল্পী নাসিম আহমেদ, লালমাটিয়া সরকারি মহিলা কলেজের শিক্ষক ও আবৃত্তি শিল্পী শায়েলা আহমেদ, বিশিষ্ট নাট্যজন ও সংগঠক আহমদ নাসিমুল হুদা নওশাদ এবং আবৃত্তি শিল্পী ও কবি মহিউদ্দিন তাহের। অনু্ষ্ঠান উপভোগ করার জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে।
ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গন ৪০ বছরে চার সহস্রাধিক আবৃত্তি শিক্ষার্থীকে প্রশিক্ষণ প্রদান করেছে। আবৃত্তি শিক্ষার্থীদের তাত্ত্বিক ও প্রায়োগিক শিক্ষা প্রাপ্তির সুবিধার্থে ক্বণন নিয়মিতভাবে কর্মশালার আয়োজন করে যাচ্ছে। শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার আয়োজন করেছে ৭৯টি। আবৃত্তি শিক্ষার্থীদের মান যাচাইয়ে আবৃত্তি প্রতিযোগিতারও আয়োজন করে থাকে এই সংগঠন।
কাজী সব্যসাচী, গোলাম মুস্তাফা, নরেন বিশ্বাস, শামসুর রাহমান, প্রদীপ মজুমদার, কবিতা চট্টগ্রাম ইত্যাদি নামাঙ্কিত আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করেছে ২৭টি। এ ছাড়াও বৃন্দ আবৃত্তি ৭০টি এবং অন্যান্য অনুষ্ঠান প্রযোজনা করেছে শতাধিক। আবৃত্তি বিষয়ক সেমিনারের আয়োজন করে ২টি। ক্বণন তার অগ্রযাত্রার ২০, ২৫, ৩০ বছর ও তিন যুগ পূর্তিকে স্মরণীয় করে ররাখার জন্য ৫টি আবৃত্তি উৎসবের আয়োজন করে।
আবৃত্তি সংগঠন ক্বণন ২/৩ বছর অন্তর অন্তর কাজী সব্যসাচী নামাঙ্কিত আবৃত্তি পুরস্কার দিয়ে থাকে। রজতজয়ন্তী ও তিন দশক পূর্তি উৎসবে আবৃত্তি শিল্পের পথিকৃৎ ও কিংবদন্তীতুল্য আবৃত্তি ব্যক্তিত্ব প্রদীপ ঘোষ ও নাসিম আহমেদকে এই পুরস্কার প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











