আগামী ১ জানুয়ারি শুক্রবার বিকাল ৩ টায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটের গ্যালারি হলে ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গনের ৩৫ বছর পূর্তির সূচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ আয়োজনের অনুষ্ঠানসূচিতে রয়েছে উদ্বোধনী কথামালা, উদ্বোধনের আনুষ্ঠানিকতা, ৭১তম কর্মশালার সনদ বিতরণ, ক্বণন-সদস্যদের আবৃত্তি ও গান পরিবেশনা এবং ক্বণন’র ৩৫ বছর পূর্তির উদযাপন আড্ডা। সীমিত ও নিয়ন্ত্রিত এই আয়োজনে কবিতা ও আবৃত্তিপ্রেমীদের স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানকে সফল এবং ৭১তম কর্মশালায় অংশগ্রহণকারীদের সনদ গ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।