ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গনের আয়োজনে ৯ম থেকে স্নাতকোত্তর শ্রেণি ও পেশাজীবীদের জন্য ৭৬ তম বাংলা শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি শিক্ষণ কর্মশালার ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
আগ্রহী শিক্ষার্থীদের আগামীকাল শুক্রবার বিকাল ৪ টা থেকে ৫ টার মধ্যে চেরাগী পাহাড়স্থ দৈনিক আজাদী মিলনায়তনে (৪ তলা) উপস্থিত হয়ে ফরম সংগ্রহ ও জমা দিয়ে নাম অন্তর্ভুক্ত করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। ক্বণন’র তিন মাসব্যাপী এই শিক্ষণ কর্মশালায় শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি, কণ্ঠশীলন, স্বরমাধুর্য বৃদ্ধি, মাইক্রোফোনের ব্যবহার, অনুষ্ঠান সঞ্চালনা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রয়োজনীয় তথ্য জানার জন্যে ০১৮৫৪২৪৬৮২৬ ও ০১৮৫৯৫৮৩১৬২ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।