ক্বণন’র বিজয়ের আবৃত্তি অনুষ্ঠান ‘রক্তাক্ত জাতির পতাকা’ ১৩ ডিসেম্বর

| বুধবার , ১১ ডিসেম্বর, ২০২৪ at ৮:৩৯ পূর্বাহ্ণ

বিজয় দিবস উপলক্ষে ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গন আগামী ১৩ ডিসেম্বর বিকেল ৪টায় চেরাগী পাহাড়স্থ দৈনিক আজাদী মিলনায়তনে (৪র্থ তলা) ‘রক্তাক্ত জাতির পতাকা’ শিরোনামে বিজয়ের আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেছে। মহান মুক্তিযুদ্ধের কবিতা, গল্প ও চিঠি নিয়ে বিজয়ের পঙক্তিমালার আবৃত্তি পরিবেশন করবে ক্বণন’র একঝাঁক আবৃত্তি শিল্পী। সকল আবৃত্তি প্রেমিককে এই অনুষ্ঠান উপভোগ করার অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে সমপ্রীতি কনসার্ট ও সাংস্কৃতিক সন্ধ্যা
পরবর্তী নিবন্ধবাংলাদেশ-যুক্তরাষ্ট্র ১১তম দ্বিপাক্ষিক সামরিক সংলাপ শুরু হচ্ছে আজ