ক্বণন’র আবৃত্তি প্রশিক্ষণ কর্মশালা ১১ ফেব্রুয়ারি

| মঙ্গলবার , ৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:১৬ পূর্বাহ্ণ

ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গনের ৭২ তম আবৃত্তি প্রশিক্ষণ কর্মশালা ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আগামী শুক্রবার বিকাল তিনটা থেকে চেরাগী পাহাড়স্থ দৈনিক আজাদী মিলনায়তনে (৪ তলা) কর্মশালার ক্লাস শুরু হবে। ক্বণন’র তিন মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় শুদ্ধ উচ্চারণ, আবৃত্তির মৌলিক শিক্ষা, ছন্দ, স্বরমাধুর্য বৃদ্ধি, মাইক্রোফোনের ব্যবহার, ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ পাঠ, অনুষ্ঠান ঘোষণা ও উপস্থাপনা, টিভি সাংবাদিকতা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। বাচিক শিল্পের অভিজ্ঞ প্রশিক্ষকগণ এবং ইলেকট্রনিক মিডিয়ার জনপ্রিয় ও অভিজ্ঞ সংবাদপাঠক এই কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করবেন। নবম থেেেক তদূর্ধ্ব শ্রেণীর ছাত্র/ছাত্রীরা কর্মশালায় অংশগ্রহণের লক্ষ্যে বিনা মূল্যে ফরম সংগ্রহ করা পারবেন। আগ্রহী শিক্ষার্থীদের শুক্রবার বিকাল ৩টায় চেরাগী পাহাড়স্থ দৈনিক আজাদী মিলনায়তনে (৪ তলা) উপস্থিত হয়ে ফরম ও নির্ধারিত ফি জমা দিয়ে কর্মশালায় নাম অন্তর্ভুক্ত করার অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনীয় তথ্য জানার জন্যে ০১৮২৬৫৪৫৪৪৪, ০১৮৮১৪৬৬৮৫৯, ০১৮১৮৯৫০৫৭৯ ও ০১৫১৬৩৯০২৪০ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউত্তরা মোটর্স লিমিটেডের বার্ষিক ডিলার কনফারেন্স
পরবর্তী নিবন্ধঅর্থনৈতিক জোনের সাথে কানেকটিভিটি হবে