ক্বওমী মাদরাসা ইসলামের সুমহান বাণী জাতির কাছে পৌঁছে দিচ্ছে

বাবুনগর মাদরাসার সম্মেলনে মুহিব্বুল্লাহ বাবুনগরী

| শনিবার , ৭ জানুয়ারি, ২০২৩ at ৭:০১ পূর্বাহ্ণ

হেফাজতে ইসলামের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, দেশের ক্বওমী মাদরাসা দ্বীন ইসলামের সুমহান বাণী জাতির কাছে পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইসলামের সঠিক নির্দেশনা উপস্থাপনের মাধ্যমে জাতিকে পথভ্রষ্টতা থেকে রক্ষা করছে। এসব দ্বীনি প্রতিষ্ঠান ধ্বংসের ষড়যন্ত্র জাতিকে অন্ধকারে ঠেলে দেওয়ার শামিল বলে মন্তব্য করেন তিনি। এছাড়া কারাবন্দী আলেমদের অনতিবিলম্বে মুক্তির ব্যবস্থা করার বিষয়ে সরকারকে নমনীয়তার সহিত সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান মুহিব্বুল্লাহ বাবুনগরী।

গতকাল শুক্রবার জামিয়া ইসলামিয়া বাবুনগর মাদরাসার শতবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠিত আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনের সভাপতির বক্তব্যে জামিয়ার মহাপরিচালক মুহিব্বুল্লাহ বাবুনগরী এ কথা বলেন।

সম্মেলনে ভারত, পাকিস্তান, বাহরাইন ও সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশের ইসলামী স্কলার এবং দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন। শত বছরে যে সকল মাদরাসার শিক্ষার্থীরা শিক্ষাজীবন শেষ করেছেন তাদের সম্মাননা স্বরূপ মাথায় পাগড়ি ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

মহাসম্মেলনে দেশের শীর্ষস্থানীয় আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী মাদরাসার প্রধান আল্লামা মাহমুদুল হাসান, জামিয়া হাটহাজারী মাদরাসার প্রধান পরিচালক আল্লামা ইয়াহইয়া, জামিয়া দারুল মাআরিফের সহকারী পরিচালক ফুরকানুল্লাহ খলিল, আনোয়ার শাহ আজহারী, মাওলানা খোবাইব, মাওলানা মুস্তাকুন্নবি, মুফতি রেজাউল করিম আবরার, মাওলানা জাবের হুসাইন কাসেমি, মাওলানা লোকমান, মুফতি আহমদ উল্লাহ, মুফতি আজিজুল হক আল মাদানি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম সমিতি-ঢাকার সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান আজ
পরবর্তী নিবন্ধচবির জারুলতলায় পঞ্চম বাঙলা সম্মিলন আজ