কৌশলে হাতিয়ে নেয় বিদেশ ফেরত নারীর লাগেজভর্তি মালামাল

৬ ঘণ্টার মধ্যে উদ্ধার, যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৮ ডিসেম্বর, ২০২৪ at ১০:১১ পূর্বাহ্ণ

বিদেশ ফেরত এক নারী থেকে কৌশলে লাগেজভর্তি মালামাল হাতিয়ে নেয়ার ৬ ঘণ্টার মধ্যে সাদ্দাম হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে পতেঙ্গা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পাহাড়তলী থানা পুলিশ। এ সময় তার কাছে থেকে কম্বল, ৪টি ঘড়ি, সাবান, শ্যাম্পু, পারফিউম, মোবাইল এবং লাগেজসহ ২০ ধরনের মালামাল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ধৃত সাদ্দাম কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানার বুলিয়া পাড়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে। প্রবাসী ওই নারীর সঙ্গে মুঠোফোনে পরিচয়ের সূত্র ধরে বন্ধুত্ব হয় তার। সোমবার দেশে ফিরেন ওই নারী। এসময় বিমানবন্দরে রিসিভ করে কৌশলে মালামাল নিয়ে সটকে পড়ে সাদ্দাম। এরপর মামলা করে ওই নারী।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ সাংবাদিকদের জানান, মামলার পর ৬ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ১৩২ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিল চসিক
পরবর্তী নিবন্ধবহদ্দারহাটে ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার