কৌতুক অভিনেতা রনির শ্বাসনালী পুড়েছে

গ্যাস বেলুন বিস্ফোরণ

| রবিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২২ at ৬:০২ পূর্বাহ্ণ

গাজীপুরে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনির শ্বাসনালী ও এক কান পুড়ে গেছে; তিনি শঙ্কামুক্ত নন বলে চিকিৎসক জানিয়েছেন। গত শুক্রবার ৬টার দিকে গাজীপুর মহানগর পুলিশের চার বছর পূর্তি উপলক্ষ্যে জেলা পুলিশ লাইনস মাঠে নাগরিক সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন চলাকালে গ্যাস বেলুন বিস্ফোরণ ঘটে। এ ঘটনা তদন্তে রাতেই চার সদস্যের একটি কমিটি গঠন করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে সাংবাদিকরা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেনের কাছে মোবাইল ফোনে আবু হেনা রনির শারীরিক অবস্থার কথা জানতে চান। খবর বিডিনিউজের।
উত্তরে তিনি বলেন, রনির শ্বাসনালী, এক কান ও শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বেলুন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ বাকি চারজন পুলিশ কন্সটেবল। এরা হলেন-মোশাররফ হোসেন, জিল্লুর রহমান, ইমরান হোসেন ও রুবেল হোসেন। তাদের মধ্যে তিনজন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি রয়েছেন। দগ্ধ ৩২ বছর বয়সী জিল্লুরকেও আইসিইউতে রাখা হয়েছে বলে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া সকালে সাংবাদিকদের জানিয়েছেন। আইসিইউর দায়িত্বে থাকা চিকিৎসকের বরাতে তিনি বলেন, জিল্লুর শরীরের ১৯ শতাংশ দগ্ধ হয়েছে, তারও শ্বাসনালী পুড়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় মানববন্ধনে সন্ত্রাসী হামলায় দুই নারীসহ সাতজন আহত
পরবর্তী নিবন্ধগশ্চি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন