চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত কনফিডেন্স সিমেন্ট প্রথম বিভাগ ক্রিকেট লিগের সুপার ফোর পর্বে উন্নীত হয়েছে কোয়ালিটি স্পোর্টস ক্লাব। গতকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে কোয়ালিটি স্পোর্টস ক্লাব ৩ উইকেটে আগ্রাবাদ নওজোয়ান ক্লাবকে পরাজিত করে সুপার ফোর পর্ব নিশ্চিত করে। অপরদিকে গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে হেরে নিমতলা লায়ন্স ক্লাব রেলিগেশন লিগে নাম লেখাল। এন প্রথম বিভাগে টিকে থাকতে হলে নিমতলা লায়ন্স ক্লাবকে রেলিগেশন পর্ব খেলে নিজেদের রক্ষা করতে হবে। গতকাল তারা হেরেছে রিজেন্সি স্পোর্টস ক্লাবের কাছে ১১৯ রানের বিশাল ব্যবধানে।
এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ালিটি এবং নওজোয়ানের মধ্যকার ম্যাচটি ছিল এক রকমের ফাইনাল। কারন এই ম্যাচে যে দল জিতবে তারা যাবে সুপার ফোর পর্বে। আর সে প্রতিদ্বন্দ্বীতাপূর্ন ম্যাচে কোয়ালিটি জিতে সুপার লিগে নাম লেখায়। গ্রুপ পর্বে তারা সবকটি ম্যাচে জিতেছে। আর আগ্রাবাদ নওজোয়ান ক্লাব প্রথম বিভাগে টিকে থাকল। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা আগ্রাবাদ নওজোয়ান শুরুতেই উইকেট হারায়। ওপেনার সাফায়েত কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়। বাকিরা মোটেও সুবিধা করতে পারেনি। ফলে ৩৮.৪ ওভারে অল আউট হওয়ার আগে ১৩৭ রান করতে সক্ষম হয় আগ্রাবাদ নওজোয়ান। দলের পক্ষে সাফায়েত করেন সর্বোচ্চ ৩৬ রান। এছাড়া উল্লেখযোগ্যদের মধ্যে জিল্লুর ১৮, সুদিপ্ত ১৫, শাহাদাত ১৯, রাসিফ ১৪ এবং সাকিব করেন ১৬ রান। কোয়ালিটির পক্ষে ৩টি উইকেট নিয়েছেন ওসমান গনি। ২টি করে উইকেট নিয়েছেন জসিম এবং মাহবুব উল্লাহ। একটি উইকেট নিয়েছেন রিয়াজুল। ১৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোয়ালিটি স্পোর্টস ১৮ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে। এরপর দলের হাল ধরেন রিয়াজুল এবং মাহবুব উল্লাহ। এদুজন ৯০ রানের জুটি গড়ে দলকে জয়ের দিকে নিয়ে যায়। ৮০ বলে ৪৭ রান করে মাহবুব উল্লাহ আউট হলেও রিয়াজুলকে ফেরাতে পারেনি নওজোয়ানের বোলাররা। ফলে ৪৭.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে কোয়ালিটি। দলের পক্ষে রিয়াজুল ১১৪ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন। এছাড়া ১৮ রান করেন ওসমান। আগ্রাবাদ নওজোয়ানের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন শাহাদাত, তানভীর এবং ইমরান। একটি উইকেট নিয়েছেন রাসিফ। সাগরিকাস্থ মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত দিনের আরেক ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমেছিল রিজেন্সি স্পোর্টস ক্লাব। ২ রানে প্রথম উইকেট হারানো রিজেন্সী ৩২ রানে হারায় তিন উইকেট। এরপর শরীফুল, মাহফুজ এবং সৌরভরা মিলে দলকে টেনে নেওয়ার চেষ্টা করে। সে লক্ষ্যে তারা সফলও হয়েছে। নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে রিজেন্সী এস সি। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন শরীফুল। এছাড়া সৌরভ ২০, মাহফুজ ৩৩, তৌহিদুল ১৪, রাজিব ২২ এবং ইশরাকুল করেন ২১ রান। নিমতলা লায়ন্স ক্লাবের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন শরীফুল, গালিব এবং আসিফ। একটি করে উইকেট নিয়েছেন রাসেল এবং রিয়াদ।
২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই রিজেন্সীর বোলারদের তোপের মুখে পড়ে একের পর এক আাসা যাওয়া করতে থাকে নিমতলা লায়ন্স ক্লাবের ব্যাটাররা। ইনিংসের সুচনা করতে নামা পারভেজ একপ্রান্ত আগলে রেখে অপর প্রান্তে সতীর্থদের কেবল আসা যাওয়া দেখেছে। ফলে ৩০.৪ ওভারে মাত্র ৮৬ রান করে অল আউট হয় নিমতলা লায়ন্স ক্লাব। দলের পক্ষে ২৫ বলে ২৪ রান করেন পারভেজ। এছাড়া দুই অংকের ঘরে যেতে পেরেছেন কেবল দুজন। তারা হলেন ১০ রান করা মেহেদী এবং ১৬ রান করা রাসেল। রিজেন্সী স্পোর্টস ক্লাবের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন শরীফুল এবং মাহফুজ। একটি করে উইকেট নিয়েছেন রাজিব এবং তানভীর।