কোয়ালিটি নক আউট টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে দুটি ম্যাচ অনুষ্ঠিত

| বুধবার , ১৫ ডিসেম্বর, ২০২১ at ৯:১৫ পূর্বাহ্ণ

কোয়ালিটি নক আউট টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর দ্বিতীয় দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। দিনের প্রথম খেলায় জয় পেয়েছে চট্টগ্রাম ইয়ুথ ক্রিকেট একাডেমি। দিনের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে পারভেজ স্মৃতি সংঘ। প্রথম ম্যাচে টসে জিতে কোয়ালিটি স্কুল অব ক্রিকেট বল করার সিন্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে চট্টগ্রাম ইয়ুথ ক্রিকেট একাডেমি ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩০ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সর্বোচ্চ ২৪ বলে ২৮ রান করে সাফায়েত। জবাবে কোয়ালিটি স্কুল অব ক্রিকেট ব্যাট করতে নেমে ১৬.২ ওভারে অল আউট হয়। দলের পক্ষে হোসাইন ১৬ বলে ২৮ রান করে। বিজয়ী দলের সাকিব ৫ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। তাকে পুরষ্কার প্রদান করেন কোয়ালিটি স্কুল অব ক্রিকেট এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার ফজলুল হক। দিনের ২য় খেলায় মুখোমুখি হয় রাঙ্গুনিয়া ঝী ঝী পোকা একাডেমি এবং পারভেজ স্মৃতি সংঘ। টস জিতে পারভেজ স্মৃতি সংঘ ব্যাট করার সিন্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৮ রান করে তারা । দলের পক্ষে আবু নেওয়াজ লিখন ৪৪ বলে ৫৪ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে রাঙ্গুনিয়া ঝী ঝী পোকা ১৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সানি ২৯ বলে ২২ রান করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের লিখন। পুরষ্কার প্রদান করেন কোয়ালিটি স্কুল অব ক্রিকেট এর প্রধান কোচ আশরাফুল হোসেন রবিন।

পূর্ববর্তী নিবন্ধনিউমুরিং যুব সংসদের শেখ মনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধটি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের রেকর্ড গড়া বছর