কোয়ালিটি টি-২০ ক্রিকেটে বিজিএইচএস এবং চট্টগ্রাম স্পার্টন জয়ী

| মঙ্গলবার , ২১ ডিসেম্বর, ২০২১ at ১১:১৩ পূর্বাহ্ণ

কোয়ালিটি নক আউট টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় জয় পেয়েছে বি.জি.এইস.এস এবং চট্টগ্রাম স্পার্টন। গতকাল কোয়ালিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে বিজিএইচএস ৬ উইকেটে লিজেন্ড অব হাটহাজারীকে পরাজিত করে। দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম স্পার্টন ২৪ রানে সন্দীপ ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। প্রথম ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা লিজেন্ড অব হাটহাজারী ১৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ১৪ রান করেন সায়েম। বি.জি.এইস.এস এর বোলার জিসান ১৩ রানের বিনিময়ে ৩ উইকেট নেন। জবাবে বি.জি.এইস.এস ১০.৪ ওভারে ৪ উইকেটে হারিয়ে ৭৯ রান করে জয় নিশ্চিত করে।
বি.জি.এইস.এস এর জিসান ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। ম্যাচ সেরার পুরষ্কার বিতরণ করেন কোয়ালিটি স্কুল অব ক্রিকেট এর সহকারী কোচ আবদুল্লাহ আল হেলাল হিবু।দিনের দ্বিতীয় খেলায় চট্টগ্রাম স্পার্টন টস জিতে ব্যাট করার সিন্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২১৯ রান সংগ্রহ করে দলটি। দলের পক্ষে ৪০ বলে ১১৩ রান করেন মো. মুহি উদ্দিন। জবাবে সন্দীপ ক্রিকেট একাডেমি ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে।

পূর্ববর্তী নিবন্ধবিসিবি অপারেশন্স কমিটির দায়িত্ব ছাড়ছেন আকরাম খান
পরবর্তী নিবন্ধবিকেএসপি কাপ কাবাডি চ্যাম্পিয়নশিপ সম্পন্ন