কোয়ালিটি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে সানরাইজ এবং ইয়ং স্টার একাডেমি জয়ী

| বৃহস্পতিবার , ১৬ ডিসেম্বর, ২০২১ at ৭:২৬ পূর্বাহ্ণ

কোয়ালিটি নক আউট টি-টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টের গতকালের খেলায় জয় পেয়েছে সানরাইজ ক্রিকেট একাডেমি এবং ইয়ং স্টার ক্রিকেট একাডেমি। গতকাল কোয়ালিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে সানরাইজ ক্রিকেট একাডেমি ৫ উইকেটে আফতাব আহমেদ চৌধুরী ক্রিকেট একাডেমিকে পরাজিত করে।
দিনের দ্বিতীয় ম্যাচে ইয়ং স্টার ক্রিকেটে একাডেমি ৩০ রানে ফটিকছড়ি ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। প্রথম খেলায় টসে জিতে আফতাব আহমেদ ক্রিকেট একাডে ব্িযাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সান্তনু ৪২ বলে ৫১ রান করে । জবাবে সানরাইজ একাডেমি ৫ উইকেট হারিয়ে জয় লাভ করে। দলের পক্ষে রিফাত ৪ ওভার বল করে ১টি উইকেট নেয় ও ১৩ বলে ৩৮ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। খেলা শেষে তার হাতে ম্যাচ সেরার পুরষ্কার তুলে দেন সাবেক ক্রিকেটার মাহবুবুল করিম মিটু।
দিনের ২য় খেলায় টসে জিতে সাতকানিয়া ইয়ং স্টার ক্রিকেট একাডেমি ব্যাট করতে নামে। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাব্বি ৩৬ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ফটিকছড়ি ক্রিকেট একাডেমি সবকটি উইকেট হারিয়ে ১১৪ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সৌরভ ৩৪ বল করে ৪টি উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। তাকে পুরষ্কার প্রদান করেন কোয়ালিটি স্পোর্টস এর সিনিয়র খেলোয়ার মো. হোসাইন।

পূর্ববর্তী নিবন্ধআইনে স্নাতক ডিগ্রি নিলেন নুসরাত ফারিয়া
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের রাগবি রেফারীজ ও প্রশিক্ষকদের জ্ঞাতার্থে