সিজেকেএস-সিডিএফএ আয়োজিত জিপিএইচ ইস্পাত প্রিমিয়ার ফুটবল লিগে জয় দিয়ে শুরু করেছে মাদারবাড়ী উদয়ন সংঘ। গতকাল বৃহস্পতিবার বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কোচ ইকরামুর রহমান রানার কোয়ালিটি স্পোর্টস ক্লাবের জয় অনেকটা কেড়েই নিয়েছে কোচ সাইদুল আলম বুলবুলের মাদারবাড়ী উদয়ন সংঘ। কোয়ালিটির কাছে দুই গোলে পিছিয়ে থাকা উদয়ন সংঘ শেষ পর্যন্ত ৩-২ গোলে জয়লাভ করে পূর্ণ ৩ পয়েন্ট অর্জন করে নেয়। গতকাল খেলার প্রথমার্ধ ছিল গোলশূন্য। দু’দলই সমান তালে খেলে তবে গোল করার মতো পরিস্থিতি বেশি সৃষ্টি করতে পারেনি কেউই। ৩৮ মিনিটে উদয়ন সংঘের কোটার খেলোয়াড় ফয়সাল আহমেদ শীতল বঙের বাইরে থেকে দুর্দান্ত এক শট নেন কোয়ালিটির গোলে। বল ক্রসবারে ছোঁয়া দিয়ে বাইরে চলে যায়। চার মিনিট বাদে উদয়নের আরো একটি আক্রমন কয়েক দফা ঘুরে কিপারের হাতে যায়। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই খেলায় আচমকা এগিয়ে যেতে সমর্থ হয় কোয়ালিটি। এ অর্ধের দ্বিতীয় মিনিটে ছামির উল্লাহর কাছ থেকে বল পেয়ে মো. আফরোজ আলী দেখে শুনে বল জালে জড়িয়ে দেন (১-০)। ৬ মিনিটেই পাল্টা আক্রমনে যায় উদয়ন সংঘ এবং গোল দেয়ার অবস্থা তৈরি করে। বদলী শাকিব চৌধুরীর ক্রস থেকে দুর্দান্ত হেড নেন হোসাইন আহমেদ আরিফ। কিন্তু বল বাইরে চলে যায়। ১৫ মিনিটে আরো একটি গোল হজম করে মাদারবাড়ী উদয়ন সংঘ। আক্রমনে উঠে আসা কোয়ালিটির নূর মোহাম্মদের ক্রস ধরে বাঁ পায়ে পুশ করে বল জালে ঠেলে দেন ছামির উল্লাহ (২-০)। দুই গোলে পিছিয়ে থাকা উদয়ন সংঘ পাল্টা আক্রমণে উঠলেও বার বার ব্যর্থ হচ্ছিল। তাদের অধিনায়ক সাবেক জাতীয় খেলোয়াড় নাসির উদ্দিন চৌধুরী রক্ষণ ছেড়ে উপরে উঠে খেলতে থাকেন। ৩১ মিনিটে তার নিশ্চিত গোল করার প্রচেষ্টায় বাঁধা দেন কোয়ালিটি গোলকিপার সাইফুল ইসলাম খান। এ অর্ধের ৩২ মিনিট থেকে ভাগ্য ফিরতে থাকে মাদারবাড়ী উদয়ন সংঘের। তাদের আক্রমনে বঙে কোয়ালিটির জনৈক ডিফেন্ডারের হাতে বল লাগে। এ থেকে পেনাল্টি লাভ করে তারা। উদয়ন অধিনায়ক নাসিরউদ্দিন চৌধুরী পেনাল্টি নেন। বল সাইডবারে লেগে জালে ঢোকে (১-২)। ৪০ মিনিটে সমতায় ফেরে উদয়ন সংঘ। কোয়ালিটির বঙে উদয়নের দীপক রায় শট নেন। বল কোয়ালিটির ডিফেন্ডারের পায়ে লেগে কিপার সাইফুলকে বিভ্রান্ত করে জালে ঢুকে যায় (২-২)। সমতা ফিরিয়ে উদয়ন সংঘ আরো উজ্জীবিত হয়ে খেলতে থাকে। এ থেকেই ইনজুরি টাইমে তারা গোল বের করে নেয়। উদয়ন অধিনায়ক নাসিরের আক্রমন থেকে বল পান বদলী খেলোয়াড় হোসাইন আহমেদ আরিফ। বল নিয়ে কিছুটা এগিয়েই ডান দিক থেকে প্লেসিং শটে কোয়ালিটি কিপার সাইফুলকে পরাভূত করেন তিনি (৩-২)। খানিক পরে রেফারী লম্বা হুইসেল বাজালে উল্লাসে মাতে সাইদুল আলম বুলবুলের মাদারবাড়ী উদয়ন সংঘের খেলোয়াড়রা এবং তাদের সমর্থকরা। গতকালের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মাদারবাড়ী উদয়ন সংঘের হোসাইন আহমেদ আরিফ। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট তুলে দেন সিজেকেএস যুগ্ম সম্পাদক মশিউর রহমান চৌধুরী। গতকাল খেলা শুরুর আগে সাবেক রেফারী এবং চট্টগ্রাম রেফারী সমিতির সাবেক দপ্তর সম্পাদক স্বপন সিংহের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রিমিয়ার লিগে আজকের খেলায় অংশ নেবে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। বিকাল ৪টায় এ খেলা অনুষ্ঠিত হবে এম এ আজিজ স্টেডিয়ামে।