যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত তারুণ্যের উৎসব জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম জেলা দল এবং কুমিল্লা জেলা দল। নিরপেক্ষ ভেন্যু নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে বেলা ২টায় এ খেলা অনুষ্ঠিত হবে। দলীয় ম্যানেজার মো. সারওয়ার আলম চৌধুরী মনির নেতৃত্বে গতকাল শুক্রবার সকালে রওয়ানা হয়ে চট্টগ্রাম জেলা ফুটবল দল দুপুর নাগাদ নোয়াখালী পৌঁছে। বিকালে চট্টগ্রাম জেলা দল কোচ নাজিমউদ্দীন নাজুর নির্দেশনায় অনুশীলন সম্পন্ন করে।
গতকাল চট্টগ্রাম জেলা দলের কোচ নাজিমউদ্দিন নাজু জানান দলের সকল খেলোয়াড় সুস্থ আছেন। কেউ ইনজুরিতে নেই। আশা করি আগামীকাল (আজ) ভালো একটা দল মাঠে নামাতে পারবো। তবে মাঠের অবস্থা খুবই খারাপ বলে মন্তব্য করেন কোচ নাজু। তিনি বলেন আমার দুর্বলতা বলতে মাঠের কথাই বলবো। এই মাঠে স্বাচ্ছন্দ্যে বল রিসিভ করা যায় না। সবকিছুর পরও আশা করছি একটি ভালো ফলাফল আমরা চট্টগ্রামবাসীকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। আজকের খেলায় দলের সাফল্যের জন্য ম্যানেজার ও কোচ দু’জনই চট্টগ্রামবাসীর দোয়া কামনা করেছেন। কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর আগে চট্টগ্রাম জেলা দল প্রাথমিক পর্বে গত ১০ সেপ্টেম্বর হোম ম্যাচে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে নোয়াখালীর বিপক্ষে খেলে। এ খেলায় তারা ১–০ গোলে নোয়াখালীকে পরাজিত করে।
এরপর ১৭ সেপ্টেম্বর নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে এ্যাওয়ে ম্যাচে চট্টগ্রাম ও নোয়াখালীর খেলা ১–১ গোলে ড্র হয়। ৫ অক্টোবর বান্দরবান জেলা স্টেডিয়ামে চট্টগ্রাম খেলে কক্সবাজারের বিপক্ষে। এই খেলাটি ১–১ গোলে ড্র হয়। ১২ অক্টোবর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হোম ম্যাচে চট্টগ্রাম ১–০ গোলে কক্সবাজারকে পরাজিত করে নক আউট পর্বে উন্নীত হয়। নক আউট পর্বে চট্টগ্রাম ও ফেনীর খেলা ১–১ গোলে ড্র হলেও টাইব্রেকারে চট্টগ্রাম ৪–১ গোলে ফেনীকে পরাজিত করে কোয়ার্টা ফাইনাল পর্বে উন্নীত হয়। অন্যদিকে কুমিল্লা জেলা দল কোয়ার্টার ফাইনালে উঠে আসার আগে প্রাথমিক পর্বে ১০ সেপ্টেম্বর কুমিল্লা স্টেডিয়াম ২–১ গোলে ঢাকাকে পরাজিত করে। ১৭ সেপ্টেম্বর এ্যাওয়ে ম্যাচে কুমিল্লা ১–০ গোলে ঢাকাকে হারায়। ৫ অক্টোবর হোম ম্যাচে কুমিল্লা স্টেডিয়ামে কুমিল্লা ও ফরিদপুরের খেলা গোলশূন্য ড্র হয়। ১২ অক্টোবর অ্যাওয়ে ম্যাচে ফরিদপুর স্টেডিয়ামে কুমিল্লা ও ফরিদপুর নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র করে। পরে টাইব্রেকারে কুমিল্লা ৩–২ গোলে ফরিদপুরকে পরাজিত করে নক আউট পর্বে উন্নীত হয়। ২০ অক্টোবর ময়মনসিংহ স্টেডিয়ামে অনুষ্ঠিত নক আউট পর্বে কুমিল্লা ৩–১ গোলে রাজবাড়ী জেলাকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠে। কোয়ার্টার ফাইনালে আজকের খেলায় যে দল জিতবে তারা আগামী ১১ নভেম্বর বগুড়া–দিনাজপুর জয়ী দলের সাথে ঢাকার কমলাপুর বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সেমিফাইনাল খেলবে।












