তিন দিনের বাধ্যতামূলক রুম কোয়ারেন্টিন শেষে মুক্ত হয়েছে শ্রীলংকা। মুক্ত হওয়ার পরদিনই ছুটে এসেছে তারা অনুশীলনে। মিরপুরের একাডেমিতে গতকাল বুধবার দুপুরে অনুশীলন করেছে লংকানরা। তবে অনুশীলনে ফেরার আগে দুই দফা করোনা পরীক্ষা দিতে হয়েছে লংকান ক্রিকেটারদের। দুইবার নেগেটিভ হয়েই মাঠে ফিরতে পেরেছেন তারা। বুধবার দুপুর ২টায় অনুশীলনে আসে শ্রীলংকা দল। বিকেল ৫টা পর্যন্ত তিন ঘণ্টা অনুশীলন করে হোটেলে ফেরেন তারা। মিরপুরের একাডেমিতে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব কিছুই করেছে সফরকারীরা। আজ বৃহস্পতিবার একই সময়ে আরও একটি অনুশীলন সেশন রয়েছে তাদের। কাল বিকেএসপিতে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলংকা।