নিউজিল্যান্ডে ক্রিকেট সিরিজ খেলতে গিয়ে সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি বাংলাদেশ দলেল ক্রিকেটার এবং কর্মকর্তারা। পাশাপাশি রমে অবস্থান করছে অথচ কেউ কারো সাথে দেখা করতে পারছেনা। দেশে পরিবার পরিজানের সাথে ভিডিও কলে কথা বলে এবং টিভি দেখে সময় কাটছে তাদের। প্রবল ইচ্ছে থাকা সত্ত্বেও হোটেল ছেড়ে বাইরে আসতে পারছেন না । তাই সার্বিক পরিস্থিতি জেলখানার মতোই মনে হচ্ছে বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের কাছে। তবে গত তিনদিন ধরে রুম থেকে বাইরে আসতে পারছে ক্রিকেটাররা। আর তাতেই যেন কিছুটা হলেও হাফ ছেড়ে বাঁচলেন মিরাজ। গত তিনদিন ধরে আধ ঘন্টার জন্য বাইরে আসতে পারলেও নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখে হাঁটতে এবং কথা বলতে বলা হয়েছে। এর আগের তিন দিন এক মুহূর্তের জন্যও বাইরে বের হওয়া সম্ভব হয়নি।
গতকাল বিসিবি পাঠানো এক ভিডিও বার্তায় মিরাজ বলেন আমি প্রথম যেদিন বেরিয়েছিলাম তখন শুরুর দিকে মাথা একটু ঘুরছিল। তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গিয়েছিল। যে তিনদিন ঘরের ভেতর বন্দি ছিলাম তখন আমার নিজের কাছে মনে হয়েছে যেন জেলখানায় আছি। কিন্তু যখন বাইরে আসলাম তখন একটু ভালো অনুভূত হয়েছে। সারাদিন ঘরে থাকতে তো আর ভালো লাগে না। মিরাজ বলেন এই প্রথম হোটেলের ভেতর এরকম পাঁচটা দিন কাটিয়েছি।