কোয়াবের নেতৃত্বে পুরোনোরাই

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২১ মে, ২০২৩ at ৬:৪৫ পূর্বাহ্ণ

বড় তারকাদের উপস্থিতি খুব একটা না থাকলেও সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মিলনমেলা বসেছিল মিরপুরে। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব এখানে বেছে নেওয়া হয়েছে।

শনিবার বার্ষিক সাধারণ সভার পর নতুন মোড়কে পুরোনো নেতৃত্বই পেয়েছে কোয়াব। সংগঠনটির কমিটির নেতৃত্বে আসতে আগ্রহী নাম চাওয়া হয়। কিন্তু সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কোনো নাম আসেনি। পরে বিসিবি পরিচালক তানভীর আহমেদ সভাপতি হিসেবে নাঈমুর রহমান দুর্জয় ও সাধারণ সম্পাদক হিসেবে দেবব্রত পালের নাম প্রস্তাব করেন। তখন উপস্থিত কাউন্সিলরা হাত তুলে তার প্রস্তাবে সমর্থন জানান। প্রায় ১১ বছরের বেশি সময় ধরে নেতৃত্ব দেওয়ার পর আবারও তারাই আসলেন। এবারের এজিএমে নারী ক্রিকেটারদেরও কোয়াবের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কাউন্সিলরদের মধ্যে থেকে আরও ১৫টি পদের জন্য ঠিক করা হবে। সাবেক অধিনায়কদের মধ্যে রকিবুল হাসান, আকরাম খান, খালেদ মাহমুদ, মিনহাজুল আবেদিন, হাবিবুল বাশাররা উপস্থিত ছিলেন এজিএমে। এছাড়া আতহার আলি খান, জাভেদ ওমরদের পাশাপাশি নাঈম ইসলাম, মার্শাল আইয়ুব, তুষার ইমরান, নুরুল হাসান সোহানরাও ছিলেন। কিছু দিন আগে ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলা জাতীয় দলের ক্রিকেটারদের বেশিরভাগই ছিলেন না। জাতীয় দলের প্রতিনিধি হয়ে আসেন মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত। নারী ক্রিকেটারদের মধ্যে অধিনায়ক নিগার সুলতানা, জাহানারা আলম, ফারজানা হক পিংকিরা এজিএমে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে নোয়াপাড়া আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রাজানগর শহীদ স্মৃতি সংঘ