কোয়ান্টাম ফাউন্ডেশনে লোকজ মেলা

| মঙ্গলবার , ১২ আগস্ট, ২০২৫ at ৬:৫৮ পূর্বাহ্ণ

কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টারের আয়োজনে গত ৮ আগস্ট দিনব্যাপী লোকজ মেলা অনুষ্ঠিত হয়। বেতারটিভি উপস্থাপক দিলরুবা খানমের সঞ্চালনায় চট্টগ্রাম সেন্টারের অর্গানিয়ার কোঅর্ডিনেশন এস এম সাজ্জাদ হোসেন লোকজ মেলা উদ্বোধন করেন। এরপর ম্যাজিক শো, পাহাড়ি নৃত্য, পালা নাট্য, পাপেট শো, ম্যাজিক শো, রণপা,জাগলিং, হ্যাপিনেস সেশন, বানর নৃত্য দেখে অনেক শিশুকিশোর আনন্দে উদ্বেলিত হয়। ছিল ইনডোর ও আউটডোর আয়োজন। আলোচনায় অংশ নেন, উদ্বোধক এসএম সাজ্জাদ হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবৃত্তি শিল্পী হাসান জাহাঙ্গীর, শাহজাহান লিটন, অর্গানিয়ার মো. নুরুল হক, আর্ডেন্টিয়ার মোহাম্মদ নজরুল ইসলাম। সঞ্চালনায় আরো ছিলেন অর্গানিয়ার কামরুল হাসান সবুজ, জান্নাত দিনা। আউটডোরের বিভিন্ন স্টলে শোভা পায় কুটির শিল্প সামগ্রী, হস্তশিল্প, কারু শিল্প, মৌসুমী ফলের রস, মুক্তাগাছার মন্ডা, নলেন গুড়ের সন্দেশ, পায়েস, পিঠাপুলি, পাটের সামগ্রী, গাছের চারা প্রভৃতি হরেক রকমের সামগ্রী। নেপথ্যে ছিলেন সমন্বয়ক মাহমুদ খান পরাগ। বিশেষ করে হ্যাপিনেসেশনে করতালির মাধ্যমে ব্যায়াম, আর পালা নাটক নোলকজান সবার মন কেড়ে নিয়েছে। পালা নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাইফ সিদ্দিকী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ড পাহাড়ে ঝুলন্ত মরদেহ
পরবর্তী নিবন্ধমহিউদ্দিন শাহ আলম নিপু ও কর্নেল (অব:) জিয়া উদ্দিনের দোয়া মাহফিল আজ