সারা বিশ্বে মেডিটেশন খুবই উপকারী ও অর্থবহ একটি শব্দ। এর উপকারিতা সার্বজনীন। মেডিটেশনের উপকারিতা ও গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টার লালদীঘি মাঠে আজ রবিবার সকাল ৬.৩০মি. টোটাল ফিটনেস কার্যক্রম, বিশেষ যৌথ মেডিটেশন, আলোচনাসহ বিশ্ব মেডিটেশন দিবস পালন করা হবে। কোয়ান্টামের ২০২৬ সালের প্রতিপাদ্য “ভালো ভাবনার বছর”। প্রেস বিজ্ঞপ্তি।












