কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টারের উদ্যোগে গত শনিবার ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোয়ান্টাম আর্ডেন্টিয়ার আবৃত্তি শিল্পী দিলরুবা খানমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টারের অর্গানিয়ার কো–অর্ডিনেশন এস এম সাজ্জাদ হোসেন।
চট্টগ্রাম সেন্টারের অর্গানিয়ার নুরুল হকের সার্বিক তত্ত্বাবধানে শুরুতে দেখানো হয় কোয়ান্টামের সেবামূলক কার্যক্রম নিয়ে দুটি ডকুমেন্টারি। পুরনো দিনের ঈদের স্মৃতিচারণে অংশ নেন কোয়ান্টামের দায়িত্বশীল শামসুদ্দোহা শওকত, নিগার সুলতানা, মোহাম্মদ ইউসুফ, সুজাউদ্দিন বাহার, মাস্টার ট্রেইনার তসলিম উদ্দিন মাহমুদ। এছাড়াও ঈদ মোলাকাতে উপস্থিত ছিলেন কোয়ান্টাম পরিবারের প্রায় ৩০ জন সদস্য, ১৫ জন অ্যাসোসিয়েট সংগীত, নৃত্য, আবৃত্তি, কৌতুক শিল্পী। এতে অংশগ্রহণকারীরা বলেন, সারা বছর অপেক্ষায় থাকি একটি দিনের জন্য। সবাই মিলে মজা করা, পুরুষরা পুরুষদের সাথে, নারীরা নারীদের সাথে ঈদের কোলাকুলি করে। আমরা শিশু কিশোররাও কোলাকুলি করি সবার সাথে এটা খুব ভালো লাগে। সেই সাথে মজার খাওয়া দাওয়া, বড়দের স্নেহ–মমতা খুব ভালো লাগে। বাইরের অনুষ্ঠানে আমাদের শিশু–কিশোরদের এতটা মূল্যায়ন করা হয় না। তাই কোয়ান্টামের ঈদ মুলাকাত মানেই আমাদের জন্য সত্যিকারের ঈদের আনন্দ উদযাপন। প্রেস বিজ্ঞপ্তি।












