সাউথ সন্দ্বীপ হাই স্কুলের ষাটের দশকের বিজ্ঞান বিভাগের শিক্ষক, জনতা ব্যাংকের সাবেক ডিজিএম আবুল কাসেমের সহধর্মিণী কোহিনূর বেগম গতকাল রোববার ভোর সাড়ে ৫টায় চট্টগ্রাম নগরীর ফয়েজ লেকস্থ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গতকাল বাদে জোহর ফয়েজ লেক জামে মসজিদ সংলগ্ন গ্যালারির পাশে ফয়েজ লেক বিস্তায় মরহুমার জানাজার নামাজ শেষে মরহুমাকে আকবরশাহ কবরস্থানে দাফন করা হয়। কোহিনুর বেগম সন্দ্বীপের সাবেক এমপি অ্যাডভোকেট এ কে এম শামসুল হুদার বড় ভাই মোঃ আবদুল ওহাবের বড় মেয়ে এবং রুপালী ক্রেডিট কো–অপারেটিভ লিমিটেডের ভাইস চেয়ারম্যান তানভীর কাসেমের মাতা। প্রেস বিজ্ঞপ্তি।