কোহলি-রোহিত-জাদেজার বাৎসরিক বেতন ৭ কোটি রুপি

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২২ এপ্রিল, ২০২৫ at ৫:১২ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক টিটোয়েন্টি থেকে অবসর নিলেও রোহিত শার্মা, ভিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজার কেন্দ্রীয় চুক্তিতে তা প্রভাব ফেলেনি। ভারতীয় বোর্ডের চুক্তিতে শীর্ষ ক্যাটাগরিতেই জায়গা পেয়েছেন তারা তিনজন। এই তিন অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে আছেন জাসপ্রিত বুমরাহ। এবারের চুক্তিতে চার ক্যাটাগরিতে রাখা হয়েছে ৩৪ ক্রিকেটারকে। ক্যাটাগরিগুলোর পারিশ্রমিক এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিসিআই। তবে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, গত কয়েক বছরের মতো এবারও ‘এ’ প্লাস ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পাবেন বছরে ৭ কোটি রুপি। এছাড়া ‘এ’ ক্যাটাগরির পারিশ্রমিক ৫ কোটি, ‘বি’ ক্যাটাগরির ৩ কোটি ও ‘সি’ ক্যাটাগরির ১ কোটি রুপি। ঘরোয়া ক্রিকেট না খেলায় গত বছরের চুক্তিতে জায়গা না পাওয়া শ্রেয়াস আইয়ার ও ইশান কিষান এবার ফিরেছেন চুক্তিতে। শ্রেয়াস গত কিছুদিনে দুর্দান্ত ফর্মে আছে। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জয়ে তার ছিল বড় অবদান। ৩০ বছর বয়সী ব্যাটসম্যানকে রাখা হয়েছে ‘বি’ ক্যাটাগরিতে। শৃঙ্খলাভঙ্গের নানা গুঞ্জনের পথ ধরে গত বছর চুক্তির বাইরে চলে যাওয়া কিষানকে নিয়ে বিতর্কও হয়েছিল বেশ। চুক্তিতে ফেরায় এখন জাতীয় দলে ফেরার আশাও উজ্জ্বল হলো তার। ২৬ বছর বয়সী কিপারব্যাটার আছেন ‘সি’ ক্যাটাগরিতে। ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছেন আরেক কিপারব্যাটার রিশাভ পান্ত। আগেও ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন তিনি। তবে ২০২২ সালের ডিসেম্বরে ভয়াবহ সেই সড়ক দুর্ঘটনার পর এক বছর না খেলায় ‘বি’ ক্যাটাগরিতে নেমে গিয়েছিলেন তিনি। গতবার চুক্তিতে না থাকাদের মধ্যে এবার জায়গা পেয়েছেন নিতিশ কুমার রেড্ডি, ধ্রুব জুরেল, আভিশেক শার্মা, সারফারাজ খান, আকাশ দিপ, ভারুন চক্রবর্তি ও হার্শিত রানা। তাদের সবার ঠিকানা ‘সি’ ক্যাটাগরি। চুক্তি থেকে এবার বাদ পড়েছেন শার্দুল ঠাকুর, কেএস ভারত, আভেশ খান ও জিতেশ শার্মা।

ভারতীয় বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটাররা হলেন ঃ এ প্লাস ক্যাটাগরীতে রোহিত শার্মা, ভিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজা। এ ক্যাটাগরীতে মোহাম্মদ সিরাজ, লোকেশ রাহুল, শুবমান গিল, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি, রিশাভ পান্ত। বি ক্যাটাগরীতে সুরিয়াকুমার যাদব, কুলদিপ যাদব, আকসার প্যাটেল, ইয়াশাসভি জয়সওয়াল, শ্রেয়াস আইয়ার। সি ক্যাটাগরীতে রিঙ্কু সিং, তিলাক ভার্মা, রুতুরাজ গায়কোয়াড়, শিভাম দুবে, রাভি বিষ্ণই, ওয়াশিংটন সুন্দার, মুকেশ কুমার, সাঞ্জু স্যামসন, আর্শদিপ সিং, প্রাসিধ কৃষ্ণা, রাজাত পাতিদার, ধ্রুব জুরেল, সারফারাজ খান, নিতিশ কুমার রেড্ডি, ইশান কিষান, আভিশেক শার্মা, আকাশ দিপ, ভারুন চক্রবর্তি, হার্শিত রানা।

পূর্ববর্তী নিবন্ধপোপের মৃত্যুতে ইতালিয়ান লিগ সিরি-এ এর ম্যাচ স্থগিত
পরবর্তী নিবন্ধনতুন বাংলাদেশকে গড়ে তুলতে আরেকটু সময় চাইলেন কোচ সিমন্স