কোহলি-রোহিতের পর অবসরের ঘোষণা দিলেন জাদেজা

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১ জুলাই, ২০২৪ at ৭:০২ পূর্বাহ্ণ

বিশ্বকাপ শিরোপা জয় করে ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়েই আন্তর্জাতিক টিটোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন বিরাট কোহলি। এরপর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে অবসরের ঘোষণা দেন বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা। দুই সিনিয়র ক্রিকেটারের দেখাদেখি এবার টিটোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন আরও এক সিনিয়র ক্রিকেটার। তিনি রবিন্দ্র জাদেজা। ভারতের হয়ে আর টিটোয়েন্টি ক্রিকেট না খেলার ঘোষণা দিলেন তিনি। পরপর তিন অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটার টিটোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেন। গত শনিবার রাতেই অবসরের ঘোষণা দিয়েছিলেন বিরাটরোহিত। গতকাল রোববার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে অবসরের কথা ঘোষণা করেন জাদেজা। তিনি লেখেন আন্তর্জাতিক টিটোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। গর্বিত ঘোড়া যেমন মাথা উঁচু করে চলে, আমিও তেমন দেশের হয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এখনও সেটা টেস্ট এবং একদিনের ক্রিকেটে করার চেষ্টা করব। আমার স্বপ্ন ছিল টিটোয়েন্টি বিশ্বকাপ জয়। তা সত্যি হয়েছে। ভারতের হয়ে ৭৪টি টিটোয়েন্টি ম্যাচ খেলেছেন জাদেজা। করেছেন ৫১৫ রান। বল হাতে ৫৪টি উইকেট। এবারের টিটোয়েন্টি বিশ্বকাপে খুব একটা ফর্মে ছিলেন না রবিন্দ্র জাদেজা। কিন্তু ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ে পারদর্শী জাদেজাকে ছাড়া দল গঠনও ছিল বেশ কঠিন। যে কারণে অফফর্মে থাকলেও নিয়মিত একাদশে দেখা গেছে তাকে। বিরাট কোহলি এবং রবিন্দ্র জাদেজা ২০০৮ সালে একসঙ্গে অনূর্ধ্ব১৯ বিশ্বকাপ জয় করেছিলেন। এরপর ভারতীয় দলেও একসঙ্গে খেলেছেন তারা। টিটোয়েন্টি বিশ্বকাপ জিতে এবার একসঙ্গেই অবসর নিলেন দু’জন। কোহলি ম্যাচের সেরার পুরস্কার নিতে এসে অবসর ঘোষণা করেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রোহিত শর্মা অবসর ঘোষণা করেন। তিনি বলেন এটাই ভারতের হয়ে আমার শেষ টিটোয়েন্টি ম্যাচ ছিল।

পূর্ববর্তী নিবন্ধকষ্টের শেষ নেই প্রোটিয়া অধিনায়ক মার্করামের
পরবর্তী নিবন্ধচ্যাম্পিয়ন ভারত পেল ২৮ কোটি টাকা