কোহলির বিদায়ে স্ত্রী আনুশকার আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ১৩ মে, ২০২৫ at ৮:২০ পূর্বাহ্ণ

টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির অবসর ঘোষণার পর অনেকেই কথা বলছেন তার অর্জনগুলো নিয়ে। ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণ থেকে কোহলির অবসরের পর আবেগঘন বার্তায় সেসবই তুলে ধরেছেন তার স্ত্রী ও বলিউড তারকা আনুশকা শর্মা। কোহলির অবসরের পর ইনস্টাগ্রাম পোস্টে তাকে বিদায়ী শুভেচ্ছা জানান আনুশকা। ‘তারা সবাই রেকর্ডঅর্জনের কথা বলবে, কিন্তু আমি মনে রাখব কাউকে না দেখানো তোমার অশ্রু, না দেখানো যুদ্ধ আর টেস্ট ক্রিকেটের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার কথা। আমি জানি এসব তোমার থেকে কতটা শুষে নিয়েছে। প্রতিটা টেস্ট শেষেই আরও একটু পরিণত, আরও একটু নম্র হয়ে ফিরেছো তুমি এবং তোমাকে এই সবকিছুর মধ্য দিয়ে বিকশিত হতে দেখা আমার জন্য দারুণ ব্যাপার।’ ‘যদিও আমি সবসময় কল্পনা করতাম, তুমি টেস্ট ক্রিকেট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়বে। কিন্তু সবসময় হৃদয়ের কথাটাই শুনেছো তুমি। আমি কেবল বলতে চাই এমন বিদায়ের পুরোটাই তুমি অর্জন করে নিয়েছো।’

পূর্ববর্তী নিবন্ধজেলা ক্রীড়া অফিস আয়োজিত অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী
পরবর্তী নিবন্ধএবার টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন কোহলি