কোহলির কাছ থেকে জার্সি নেওয়ায় বাবরের কঠোর সমালোচনা ওয়াসিমের

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১৬ অক্টোবর, ২০২৩ at ৫:২০ পূর্বাহ্ণ

ভারত এবং পাকিস্তানের ম্যাচ মানে উত্তেজনা, আলোচনা, সমালোচনার ঝড়। এই ম্যাচে পান থেকে চুন খসলেই বিপদ। মাঠে কিংবা মাঠের বাইরে সর্বদা তটস্থ থাকতে হয় দু দলের ক্রিকেটারদের। কখন কোন দিক থেকে সমালোচনার তীর উড়ে আসে বলা মুশকিল। এই যেমন গত শনিবার ভারতের কাছে হারের পর বিরাট কোহলির কাছ থেকে জার্সি নিয়ে বিপাকে পড়েছের পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বিশ্বকাপে ভারতের বিপক্ষে বড় হারের পর মাঠে ভিরাট কোহলির কাছ থেকে তার স্বাক্ষর করা একটি জার্সি নেন বাবর আজম। বিষয়টি মোটেও পছন্দ হয়নি সাবেক পাকিস্তানী গ্রেট ওয়াসিম আকরামের। এজন্য পাকিস্তান অধিনায়কের কড়া সমালোচনা করেছেন দেশটির এই কিংবদন্তি পেসার। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে লড়াই জমাতেই পারেনি পাকিস্তান। ব্যাটিংয়ে শক্ত ভিত পেয়েও নাটকীয় ধসে ১৯১ রানে গুটিয়ে যাওয়ার পর তারা ম্যাচ হারে ৭ উইকেটে। মাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ম্যাচ শেষে ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির কাছ থেকে তার স্বাক্ষর করা একটি জার্সি নিচ্ছেন বাবর। দলের বড় হারের পর মাঠেই বাবরের এমন কিছু করা ঠিক হয়নি বলে মনে করেন ওয়াসিম আকরাম। পাকিস্তানের একটি টিভি চ্যানেলে ওয়াসিম বলেছেন এমন কাজ করা বাবরের উচিত হয়নি। মাঠে কোহলির সঙ্গে বাবরের সাক্ষাৎ করা উচিত হয়নি। কোহলির সঙ্গে এভাবে জনসম্মুখে দেখা করার পরিস্থিতি তখন ছিল না। বাবরের উচিত ছিল বিরাটের কাছ থেকে গোপনে জার্সিটি নেওয়া। কারন পাকিস্তানের সমর্থকরা এই ম্যাচে হারের পর নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছে। তাদের কষ্টের সময় এমন রসিকতার কোন প্রয়োজন ছিল না।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রাম বিভাগের জয়
পরবর্তী নিবন্ধবিভাগীয় পর্যায়ের ফাইনালে চাঁদপুর কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া-রাঙ্গামাটি