কোহলির কাছ থেকে অনেক কিছু শিখেছেন বাবর আজম

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:১১ পূর্বাহ্ণ

সময়ের অন্যতম সেরা ব্যাটার বাবর আজম। তবে অনেকেই অন্যতম শব্দটা বাতিলের খাতায় রেখে দেন। তাদেরই একজন বিরাট কোহলি। তিন ফরম্যাটেই পাকিস্তান অধিনায়কের বিচরণ দেখে রীতিমত মুগ্ধ ভারতীয় এই ব্যাটার। তাই তো তার মতে, বর্তমান সময়ে বাবরের চেয়ে এগিয়ে নেই আর কোনো ব্যাটার। এক বছর আগে দেওয়া সেই সাক্ষাৎকারে এমনকি নিজেকেও এগিয়ে রাখেননি তিনি। এবার বাবর জানালেন, কোহলির কাছ থেকে শেখার কথা। এশিয়া কাপে আগামীকাল ২ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। তার আগে স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে কোহলিকে নিয়ে বাবর বলেন, ২০১৯ বিশ্বকাপে যখন বিরাট কোহলির সঙ্গে দেখা করি, তখন তিনি তার ফর্মের চূড়ায় ছিলেন। এখনো চূড়ায় আছেন। আমি তাকে কিছু প্রশ্ন করি। তিনি উদার মনে তা বুঝিয়েছেন। আমি তার কাছ থেকে প্রচুর শিখেছি।

ভালো লাগে যখন কেউ এমন কিছু বলে। কোহলি আমার সম্পর্কে যা বললেন তা খুবই গর্বের বিষয়। তিনি যা বলেছেন তা থেকে আমি প্রচুর আত্মবিশ্বাস পেয়েছি।

পূর্ববর্তী নিবন্ধসেন্সর ছাড়পত্র মিলেছে, ‘অন্তর্জাল মুক্তির শেষ মুহূর্তের প্রস্তুতি
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা সেপাক টাকরো দল গঠিত