কিছুদিন আগেই ওয়ানডের ব্যাটারদের র্যাঙ্কিংয়ের সিংহাসন দখলে নিয়েছিলেন বিরাট কোহলি। কয়েক দিনের ব্যবধানে সিংহাসনচ্যুত হয়েছেন ভারতীয় তারকা। ভারতের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে যথাক্রমে অপরাজিত ১৩১ ও ১৩৭ রান করে শীর্ষে উঠে এসেছেন নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেল। রোববার ভারতের বিপক্ষে মিচেলের সিরিজ নির্ধারণী সেঞ্চুরিটি ছিল ওয়ানডে ক্যারিয়ারের নবম।
এতে করে দ্রুততম নয়টি ওয়ানডে সেঞ্চুরির তালিকায় তিনি চতুর্থ স্থানে (৫৪তম ইনিংসে) উঠে আসেন। তার আগে আছেন ইমাম–উল–হক (৪৮ ইনিংস), হাশিম আমলা (৫২) ও কুইন্টন ডি কক (৫৩)।
সিরিজে মিচেলের মোট ৩৫২ রান নিউজিল্যান্ডের হয়ে তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ। আর সব মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ। এই সিরিজে কোহলি যথাক্রমে ৯৩, ২৩ ও ১২৪ রান করেছেন।
আগের সপ্তাহেই তিনি রোহিত শর্মাকে টপকে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে মাঝারি মানের পারফরম্যান্সে শীর্ষস্থান ধরে রাখতে পারেননি। গত সপ্তাহে কোহলির রেটিং পয়েন্ট ছিল ৭৮৫, মিচেলের ছিল ৭৮৪। এখন ব্যবধানটা বড়। মিচেলের পয়েন্ট ৮৪৫, দুইয়ে নামা কোহলির ৭৯৫। ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দ্বিতীয়বার শীর্ষে উঠার কৃতিত্ব দেখালেন মিচেল। এর আগে গত নভেম্বরেও তিনি শীর্ষে উঠেছিলেন। যদিও সেটা টিকেছিল মাত্র তিন দিন। পরে তা দখলে নেন রোহিত শর্মা। ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে মিচেল, কোহলির পরই আছেন ইব্রাহিম জাদরান (৭৬৪), রোহিত শর্মা (৭৫৭) ও শুবমান গিল (৭২৩)।












