কোহলিকে দেখে লিটনদের শিখতে বললেন শ্রীরাম

| রবিবার , ২২ অক্টোবর, ২০২৩ at ৯:০১ পূর্বাহ্ণ

বিশ্ব ক্রিকেটে যারা আদর্শ, তারা ভালো শুরু পেলে সেটা লম্বা সময় ধরে রাখার চেষ্টা করেন। এমনই একজন ব্যাটারের উদাহরণ দিতে গিয়ে বিরাট কোহলির নাম নিয়েছেন বাংলাদেশ দলের পরামর্শক শ্রীধরন শ্রীরাম। তার মতে, কোহলির মতো ব্যাটারের কাছ থেকে শিখতে পারেন লিটন দাসতানজিদ তামিমরা। তিনি বলেন, ‘সে (কোহলি) ৭০/৮০ রানে না যাওয়া পর্যন্ত একটা বলও তুলে মারেনি। আমি মনে করি, আমাদের ছেলেরা তার মানসিকতা থেকে শিক্ষা নিতে পারে। বেশি বেশি দৌড়ে রান নাও, গ্যাপ দেখে শট মারো। কোহলি দারুণ পেশাদার ক্রিকেটার।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চারলেনে উন্নীত করা এবং সেতু-বাইপাস নির্মাণ প্রসঙ্গ
পরবর্তী নিবন্ধতাসকিনের কাঁধে চোট