কোহলিকে ‘চুরি’ করতে চান সাকিব

| বৃহস্পতিবার , ১২ অক্টোবর, ২০২৩ at ১০:১৬ পূর্বাহ্ণ

ভারতীয় মাস্টার ব্যাটার বিরাট কোহলিকে নিয়ে প্রতিপক্ষ দলগুলোর মাঝে আলাদা পরিকল্পনার কথা কারও অজানা নয়। তবে তাকেই যদি নিজ দলে খেলানোর সুযোগ পাওয়া যায়, সেটি হাতছাড়া করার কথা নয় কারোরই। যা বিশ্বক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির এক সাক্ষাৎকারেই আরেকবার প্রমাণিত হয়েছে। বিভিন্ন দেশের তারকা ক্রিকেটারদের সামনে প্রশ্ন ছুড়ে দেওয়া হয় ভারতীয় দলের কোন ক্রিকেটারকে চুরি করতে চান? যার জবাবে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন কোহলির কথা! অবশ্য কেবল সাকিবই নন; নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে, ইংল্যান্ডের হ্যারি ব্রুক, পাকিস্তানের হাসান আলী ও হারিস রউফ প্রত্যেকেই সুযোগ পেলে কোহলিকে ভারত থেকে চুরির কথা জানিয়েছেন। কোহলির ক্রিকেটীয় অবদান সম্পর্কে নতুন করে বলার অপেক্ষা রাখে না। ২৫ হাজারের বেশি রানের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ৭৭টি সেঞ্চুরি আছে কোহলির।

পূর্ববর্তী নিবন্ধআয়কর বিভাগ আন্তঃঅঞ্চল ফুটবল টুর্নামেন্টের ফলাফল
পরবর্তী নিবন্ধবিমানে মিরাজকে দাবার চ্যালেঞ্জ সাকিবের