কোস্ট গার্ডের জন্য টহল জাহাজ, টাগ বোট, ভাসমান ক্রেন

আজ আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

| বুধবার , ২১ জুন, ২০২৩ at ৫:১৫ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ কোস্টগার্ডের জন্য দুটি নবনির্মিত ইনশোর প্যাট্রোল ভেসেল, দুটি টাগ বোট এবং একটি ভাসমান ক্রেন উদ্বোধন করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল মঙ্গলবার বাসসকে বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডকে (বিসিজি) একটি আধুনিক ও সক্ষম বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য নতুন নির্মিত আধুনিক টহল জাহাজ, টাগ বোট এবং ভাসমান ক্রেন দেয়া হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের ব্লু ইকোনমিকে সুরক্ষিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশ কোস্টগার্ড সফলভাবে নিজেকে সমুদ্রের প্রকৃত অভিভাবক হিসেবে প্রমাণ করেছে। খবর বাসসের। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাস্তবমুখী নির্দেশনায় এখন উপকূলীয় অঞ্চলে যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে কোস্টগার্ড আরও বেশি সক্ষম। বাংলাদেশ কোস্ট গার্ড সামুদ্রিক জ্ঞান এবং অভিজ্ঞতা সম্পর্কে আমাদের বিস্তৃত ধারণা দিয়েছে। তিনি বলেন, দেশের স্বার্থে পেশাগত দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রী ২০১৫ সালে বাংলাদেশ কোস্টগার্ডকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড অ্যাওয়ার্ডে ভূষিত করেছেন। এছাড়া মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ অবদানের জন্য কোস্টগার্ড জাতীয় মৎস্য পুরস্কার২০১৮ অর্জন করেছে। মন্ত্রী বলেন, বাহিনীর আধুনিকীকরণ একটি চলমান প্রক্রিয়া। আধুনিকীকরণ কর্মসূচির অংশ হিসেবে, গত ১৪ বছরে বাহিনীতে ইতিমধ্যেই বিভিন্ন ধরনের আধুনিক জাহাজ যুক্ত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও ডিসিদের মধ্যে কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
পরবর্তী নিবন্ধসম্প্রীতির নজির গড়েছে চট্টগ্রাম