কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

| শনিবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সিদ্ধান্ত বাস্তবায়ন ও চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়ন এবং চট্টগ্রাম বন্দর লাইটারেজ ঠিকাদার সমিতির সম্পাদিত চুক্তি বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের এক বিক্ষোভ মিছিল গত সোমবার ৩নং ফকিরহাটস্থ মেট্রো প্লাজার সামনে অনুষ্ঠিত হয়েছে। পরে বিক্ষোভ মিছিলটি বারেক বিল্ডিংয়ের মোড় হয়ে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা প্রদক্ষিণ করে চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের প্রধান সমন্বয়কারী ও উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ উপ কমিটির সদস্য মো. এরশাদুর রহমান চৌধুরী, চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল কাদের সুজন, সরোয়ার আলম, জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার নেতা জসিম উদ্দিন, নায়েমুল ইসলাম ফটিক, মোস্তফা কামাল টিপু, চট্টগ্রাম ডক বন্দর অঞ্চল শ্রমিক লীগ নেতা মাইফুল ইসলাম সাগর, নুরুল আবছার চৌধুরী, হুমায়ুন কবির সফি, রফিকুজ্জামান মানিক, নুরুজ্জামান জনি, মো: ইদ্রিস কেরানি, সুবীর চন্দ্র দাশসহ ইউনিয়নের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন এম.এ কালাম, মো: কাজী নজরুল ইসলাম, সাইদুল হক মেম্বার, মো: বাকের, কামাল হোসেন, সুধীর চন্দ্র দাস, কোষাধ্যক্ষ আবুল কাসেম, অহিদুল আনোয়ার আরমান, মো: হানিফ, মো: আবুল হাসান, রাশেদুল করিম চৌধুরী, আনোয়ার হোসেন, মো: কালাম, সিরাজুল ইসলাম, মো: জামাল, নুর উদ্দিন, আব্দুল কাদের, মো: রুবেল, মহিম উদ্দিন, কামরুল ইসলাম রাজু, বখতিয়ার উদ্দিন, মো: জহির উদ্দিন, ফখরুল ইসলাম বাহাদুর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআমির ভাণ্ডারে সালাওয়াতে রাসূল (সা.) মাহফিল
পরবর্তী নিবন্ধউত্তর জেলা ছাত্রসেনার কৃতী শিক্ষার্থী সংবর্ধনা আজ