জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, সড়ক নির্মাণে কোনো ধরনের গাফিলতি করা যাবে না। টেকসই উন্নয়নের কাজের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন যজ্ঞে সহায়তা করতে হবে। সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে যুগোপযোগী কর্মসূচি হাতে নিয়েছেন। গতকাল শুক্রবার বিকালে উপজেলার কোলাগাঁও টেক হতে নয়া রাস্তার বারাকা পাওয়ার প্ল্যান্ট কর্ণফুলী নদীর পাড় পর্যন্ত ৪ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন সড়কের আরসিসি ঢালায়ের কাজ পরিদর্শন করতে গিয়ে এ কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি শামসুল ইসলাম, আওয়ামী লীগ নেতা এজাজ চৌধুরী, কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম বদিউল আলম তুষার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাহাব উদ্দিন, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাইফুর রহমান শুকুর, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহমেদ কন্টান্টার, নুরুল আলম চৌধুরী, মো. জালাল আহমেদ, মাহবুবুল আলম চঞ্চল, মো. সোলাইমান, যুবলীগ নেতা নজরুল ইসলাম খোকন, আব্দুল মান্নান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান, ছাত্রলীগ নেতা মোহাম্মদ রায়হান, মো. ইলিয়াছ, মোহাম্মদ জুবায়েদ, মো. জুয়েল, মো. আকাশ, মো. জনি, মো. আরিফ। প্রেস বিজ্ঞপ্তি।