কোর্ট হিল পরিদর্শনে পরিবেশ অধিদপ্তরের পরিচালক

শীঘ্রই দেয়া হবে প্রতিবেদন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১০ সেপ্টেম্বর, ২০২১ at ৪:৪৯ পূর্বাহ্ণ

জেলা প্রশাসন ও আইনজীবীদের মুখোমুখি অবস্থানের মধ্যে কোর্ট হিল পরিদর্শন করেছেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক নুরুল্লাহ নূরী। কয়েকদিন ধরে চলা সমীক্ষার অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তিনি কোর্ট হিলে যান। বৈধ, অবৈধ অসংখ্য স্থাপনার কোর্ট হিলের ঝুঁকি আসলেই কতটুকু এবং আর কোনো ভবন সেখানে করা যাবে কিনা এসব নিয়ে
সমীক্ষা চালানো হচ্ছে বলে তিনি আজাদীকে জানিয়েছেন। মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আবেদনের প্রেক্ষিতে কয়েকদিন ধরে চলমান এ সমীক্ষার কাজ প্রায় শেষ পর্যায়ে উল্লেখ করে নুরুল্লাহ নূরী বলেন, আমাদের উপ-পরিচালক মাহমুদুল হক সমীক্ষার কাজটি করছেন। আশা করছি, আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে সমীক্ষার কাজ শেষ হবে। এরপর মন্ত্রণালয় ও জেলা প্রশাসন বরাবর উক্ত প্রতিবেদন শীঘ্র দাখিল করা হবে।
এদিকে এদিন গণপূর্ত অধিদপ্তরের একটি টিমও কোর্ট হিল পরিদর্শন করেছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। কোর্ট হিলে তিনশ’র বেশি স্থাপনা রয়েছে উল্লেখ করে গত ২ সেপ্টেম্বর জেলা প্রশাসন একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করে।

পূর্ববর্তী নিবন্ধহাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে
পরবর্তী নিবন্ধ১৮ হাজার টাকার স্ক্র্যাপ ডাকাতি করতে ‘পাহারাদার’ খুন