কোর্ট হিলে সরকারের তিন কর্মকর্তা ও প্রত্নতত্ত্বের টিম

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২১ at ৫:০৭ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের পাশাপাশি গতকাল শনিবার কোর্ট হিল পরিদর্শন করেছেন সরকারের তিন উচ্চ পদস্থ কর্মকর্তা। তারা হলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর, জাতীয় জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) জাবেদ আহমেদ।
এছাড়া কোর্ট হিলকে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণার জন্য সম্ভব্যতা যাচাইয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের গঠিত তিন সদস্যের কমিটিও গতকাল বিকালে কোর্ট হিল পরিদর্শন করেছে। কমিটির সদস্যরা হলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপ-পরিচালক মো. আমিরুজ্জামান (আহ্বায়ক), আঞ্চলিক পরিচালক এ কে এম সাইফুর রহমান (সদস্য) ও সহকারী স্থপতি খন্দকার মাহফুজ আলম (সদস্য সচিব)। কমিটির সদস্যরা পরিদর্শন বিষয়ে অধিদপ্তর বরাবর মতামত দাখিল করবেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, শুক্রবার বিকালে গতপূর্ত অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞ স্থপতিরাও কোর্ট হিল পরিদর্শন করেন।

পূর্ববর্তী নিবন্ধআইনজীবীর দল ঢাকায়, আজ মন্ত্রীর সাথে বৈঠক
পরবর্তী নিবন্ধডব্লিউটিসির অনুরোধে বন্দর কর্তৃপক্ষের ‘না’