কোর্ট হিলে নতুন শহীদ মিনার নির্মাণ

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৫:৫৭ পূর্বাহ্ণ

কোর্ট হিলের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নিচের এক পাশে নির্মাণ করা হয়েছে শহীদ মিনার। গত এক মাস ধরে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নির্দেশে শ্রমিকরা এটি নির্মাণ করেন। এখন তারা রং করাসহ আনুষঙ্গিক কাজ করছেন।
চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির আবু তাহের আজাদীকে বলেন, কখন উদ্বোধন করা হবে স্যাররা এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নেয় নি। তাই ঠিক কবে উদ্বোধন হচ্ছে তা বলতে পারব না। কাজ যেহেতু প্রায় শেষ হয়েছে, তাই ধারণা করছি খুব শীগ্রই এটি উদ্বোধন হবে।
তিনি বলেন, কোর্ট পাড়ায় শহীদ মিনার নেই। যার কারণে অনুমতি নিয়ে এ উদ্যোগ নেয়া হয়েছে। এখন থেকে ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর এমনকি ২১ ফেব্রুয়ারি এখানেই উদযাপন করা যাবে।

পূর্ববর্তী নিবন্ধনাম প্রকাশের আগে সম্মতি নেওয়ার সুপারিশ
পরবর্তী নিবন্ধযে পুকুরপাড়ে রচিত হয়েছিল ইতিহাস