কোর্ট হিলে এবার একটি নলকূপ বসানো নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসনের প্রতিনিধির সাথে আইনজীবী সমিতির নেতাদের এ নিয়ে কথা-কাটাকাটিও হয়েছে। এ সময় ওয়াসার একজন প্রতিনিধি এবং পুলিশও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন আজাদীকে বলেন, ওয়াসার পানি আমাদের জন্য যথেষ্ট নয়। তাই আমরা মিষ্টি পানির উৎস খুঁজছি। নলকূপ বসাবো আরো পরে। এ নিয়ে জেলা প্রশাসন আমাদের বাধা দিচ্ছে। অথচ আমরা বেআইনিভাবে কিছুই করছি না। আমরা যা-ই করি ওয়াসাকে জানিয়েই করব। সময় মতো চিঠিও দেয়া হবে।
তিনি আরো বলেন, আমাদের ইতিমধ্যে তিন চারটি নলকূপ রয়েছে। প্রায় ৭ হাজার আইনজীবীর জন্য তা যথেষ্ট নয়। আরো প্রয়োজন রয়েছে।
এদিকে জেলা প্রশাসন বলছে, ঝুঁকিপূর্ণ এ পাহাড়ে সড়ক কেটে আইনজীবী সমিতি কর্তৃক গভীর নলকূপ স্থাপনের কাজ চলছে। ওয়াসা কর্তৃপক্ষ বাধা দেয়া সত্ত্বেও নির্মাণ কাজ বন্ধ হচ্ছে না। জেলা প্রশাসকের স্ট্যাফ অফিসার প্লাবন কুমার বিশ্বাস আজাদীকে বলেন, ওয়াসা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিরেকে আইনজীবী সমিতি ভবনের সামনে সড়কের পাশে গভীর নলকূপ স্থাপনের কাজ করছে আইনজীবী সমিতি। এ বিষয়ে অবগত হয়ে গতকাল রোববার দুপুরে ওয়াসার প্রধান রাজস্ব কর্মকর্তা সিএমপির পুলিশ সহযোগে গভীর নলকূপ স্থাপন কাজে বাধা দিতে গেলে সেখানে আইনজীবী সমিতির নেতা-কর্মীরা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের সাথে গোলযোগ শুরু করেন। এ বিষয়ে ওয়াসার পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী একেএম ফজলুল্লাহ আজাদীকে বলেন, কোর্ট হিল এলাকায় নলকূপ বসানোর আগে অনুমোদন নেয়া হয়নি। বিষয়টি অবগত হয়ে সরেজমিনে গিয়ে আমাদের একজন প্রতিনিধি তা দেখেছেন এবং কাজ বন্ধ রাখতে সংশ্লিষ্টদের বলেছেন। এ ছাড়া যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অনুমোদন নিতে বলা হয়েছে। অনুমোদন ছাড়া গভীর নলকূপ স্থাপনের সুযোগ নেই বলেও জানান তিনি।
উল্লেখ্য, কোর্ট হিল, কোর্ট হিলের চলাফেরার রাস্তা, গাছসহ নানা বিষয়ে বেশ ক’মাস ধরে জেলা আইনজীবী সমিতির সাথে বিরোধ চলছে জেলা প্রশাসনের।