কোর্ট হাজত থেকে পালানো ১ আসামি খুলশীতে গ্রেফতার

| বুধবার , ৩০ এপ্রিল, ২০২৫ at ২:৫১ অপরাহ্ণ

চট্টগ্রামের আদালত চত্বর এলাকায় পুলিশের হেফাজত থেকে গতকাল মঙ্গলবার হত্যা ও মাদক মামলার দুই আসামি পালিয়ে যাওয়ার ১০ ঘন্টার মধ্যে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। পালিয়ে যাওয়া ওই দুই আসামি হলেন—মো. ইকবাল হোসেন ইমন ও আনোয়ার হোসেন।

এর মধ্যে লোহাগাড়া থানার মামলায় ইকবাল হোসেন নামের এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার পরপরই চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস আভিযানিক টিম চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মেট্রোপলিটনের বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানের এক পর্যায়ে ২৯ এপ্রিল (মঙ্গলবার) গভীর রাতে খুলশী থানাধীন ৮নং ওয়ার্ড তুলাতুলী রেললাইন সংলগ্ন কলোনিতে অভিযান পরিচালনা করে জনৈক ফিরোজা বেগমের ভাড়া বাসা হতে আসামি ইমনকে গ্রেফতার করে। এ বিষয়ে আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) রাসেল বলেন, ইকবাল হোসেন ইমন নামের এক আসামিসহ দুই জন আসামিকে মামলা সংক্রান্ত শুনানির জন্য গতকাল আদালতে উপস্থিত করা হয়। এসময় আসামি ইকবাল হোসেনসহ অপর আরেক আসামি চট্টগ্রাম জেলা কোর্ট হাজতখানা হতে জেলা কারাগারে নেয়ার সময় সুকৌশলে পালিয়ে যায়।

ঘটনার পরপরই চট্টগ্রাম পুলিশ সুপারের নির্দেশে চট্টগ্রামের জেলা গোয়েন্দা শাখার অভিযানে ১০ ঘন্টার মধ্যে পলায়নকৃত একজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়া পলায়নকৃত অপর আসামিকে ধরতেও অভিযান অব্যাহত আছে।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে চার বন্ধুর হাতে খুন ৭ম শ্রেণির রাহাত
পরবর্তী নিবন্ধসন্ত্রাসী ছোট সাজ্জাদের আরো দুই সহযোগী গ্রেফতার