কোরিয়ার ইনসেই বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মতবিনিময়

| বৃহস্পতিবার , ১১ আগস্ট, ২০২২ at ৬:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাথে কোরিয়ার ইনসেই বিশ্ববিদ্যালয়ের মতবিনিময় সভা গত ৭ আগস্ট ফৌজদারহাটস্থ বিশ্ববিদ্যালয় সেমিনার হলে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভিসি অধ্যাপক ডা. মো. ইসমাইল খান ও কোরিয়ার ইনসেই বিশ্ববিদ্যালয় হেলথ সিস্টেমের অধ্যাপক ডা. সিনকি অন সভায় নেতৃত্ব ঈখই। উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান বাংলাদেশের মেডিকেল ও নার্সিং কারিকুলাম এবং শিক্ষা কার্যক্রমের বিশদ আলোচনা করেন। উল্লেখ্য, ইনসেই বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কে ইপি জেড এলাকায় একটি বড় পরিসরে মেডিকেল হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করেছে। অধ্যাপক সিনকি অন আলোচনায় বলেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে। এখন স্বাস্থ্য ব্যবস্থায় তাঁরা কাজ করতে আগ্রহী। এছাড়া ইনসেই বিশ্ববিদ্যালয় নার্সিং এর অধ্যাপক টুই লি ,অধ্যাপক সু জিং লি, অধ্যাপক জে ওই কিম ছাড়া ইনসেই বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ফ্যাকাল্টি মেম্বাররা উপস্থিত ছিলেন। এছাড়া ইয়ং ওয়ান গ্রুপের জেনারেল ম্যানেজার কর্নেল (অব.) শাহজাহানও উপস্থিত ছিলেন। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন ও চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আখতার, বেসিক সাইন্সের ডিন অধ্যাপক ডা. হাফিজুল ইসলাম, নার্সিং ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ মনোয়ারুল হক শামীম, ডেন্টিস্ট ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ডা. আকরাম পারভেজ চৌধুরী, মা ও শিশু মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোশতাক হোসেন চৌধুরী, চমেক অধ্যাপক ডা. অনিরুদ্ধ জয় , অধ্যাপক ডা. নুরুল হুদা, বিআই টি আই ডির পরিচালক সহযোগী অধ্যাপক ডা.মো নাসিরউদ্দিন, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. দেলোয়ার হোসেন, রেজিস্টার (ভারপ্রাপ্ত ) ডা. হাসিনা নাসরিন , উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া , উপ-কলেজ পরিদর্শক ডা. আইরিন সুলতানা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালী পৌরসভার ৯৫ কোটি টাকার বাজেট ঘোষণা
পরবর্তী নিবন্ধখাল-নালার উপর থেকে বিভিন্ন স্থাপনা উচ্ছেদ ৩০ হাজার টাকা জরিমানা