কর্তৃপক্ষের আমন্ত্রণে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ গত শনিবার সকালে কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে অবস্থিত কোরিয়ান ইপিজেড পরিদর্শন করেন। পরিদর্শনকালে চেম্বার সভাপতি মাহবুবুল আলম কেইপিজেড চেয়ারম্যান কিহাক সাংয়ের সাথে মতবিনিময় করেন। এ সময় চেম্বার পরিচালক এ কে এম আকতার হোসেন, অঞ্জন শেখর দাশ, মো. ওমর ফারুক, ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, সাজির আহমেদ, মো. ইফতেখার ফয়সাল, মোহাম্মদ আদনানুল ইসলাম ও তানভীর মোস্তফা চৌধুরী, এফবিসিসিআই পরিচালক ডা. মুনাল মাহবুব, ব্যবসায়ী তাসনিম মাহমুদ, সেক্রেটারি ইনচার্জ প্রকৌশলী মোহাম্মদ ফারুক ও কেইপিজেড’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। চেম্বার প্রতিনিধিদল কেইপিজেডে অবস্থিত একটি টেক্সটাইল, একটি গার্মেন্টস, একটি ব্যাক-প্যাক ও একটি উইভিং ফ্যাক্টরি পরিদর্শন করেন। প্রেস বিজ্ঞপ্তি।