বড্ড অকারণ জড়ালে,
কারণে র আবডালে,
দেখা সমান্তরালে,
অজানা কোরিওলিস বল‘এ,
আজীবনের গতি,
কী উদ্ভুত এঁকেবেঁকে
বোধ, আকর্ষণ, সম্পর্ক,
চাপে তাপে,
উড়ে ছিড়ে যায়,
অতীত থেকে অতীত যত্র তত্র।
তোমার মহাকর্ষের নিম্ন টানই
আমার জীবন বেগ,
আমার উড়ে ভেসে হেসে
ফেরার ফেরেল সূত্র।