কোরবানির পশু নিয়ে বাড়ি ফেরা হলো না যুবকের

আজাদী অনলাইন | রবিবার , ১৬ জুন, ২০২৪ at ১১:০২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারের ব্যারিয়ারে ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম সাইফুল ইসলাম (৩২)। এই ঘটনায় বাবলু (১৮) নামে আরেক যুবক আহত হয়েছেন।

আজ রোববার (১৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মিনি ট্রাক থেকে নাসিরাবাদ শিল্প এলাকায় নামার সময় ব্যারিয়ারের লেগে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল শুলকবহর এলাকার খলিলুর রহমানের বাড়ির আবদুল কাদেরের ছেলে। সম্পর্কে তারা মামা-ভাগ্নে।

খুলশী থানার উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন বলেন, কোরবানির গরু আনার জন্য মিনিট্রাকে করে ফ্লাইওভার দিয়ে বিবির হাটের দিকে যাচ্ছিল তারা। এ সময় ফ্লাইওভারের র্যাম্প দিয়ে নামার সময় ফ্লাইওভারের ব্যারিয়ারের সঙ্গে ধাক্কা লাগে।

এ সময় দুইজন আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, আখতারুজ্জামান ফ্লাইওভারের ব্যারিয়ারে ধাক্কা লেগে দুইজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাবলুকে নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসেন্টমার্টিনের কাছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ
পরবর্তী নিবন্ধনেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ