কোরবানির পশুর হাটে নিরাপত্তা প্রদানে চেম্বার সভাপতির আহ্বান

| বৃহস্পতিবার , ১৩ জুন, ২০২৪ at ৮:৩৮ পূর্বাহ্ণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কোরবানী পশুর হাটে ক্রেতাবিক্রেতাদের আর্থিক নিরাপত্তা বিধান, বাজার কেন্দ্রিক যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ১২ জুন এক বিবৃতির মাধ্যমে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ওমর হাজ্জাজ আহবান জানিয়েছেন। তিনিবলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম শহর ও বন্দরনগরী চট্টগ্রামের হাটগুলোতে সমাগম ঘটে দেশের বিভিন্ন অঞ্চলের বিক্রেতা এবং চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ক্রেতাসাধারণের। তাই পশুর হাটগুলোতে ক্রেতাবিক্রেতাদের আর্থিক নিরাপত্তা বিধানকল্পে জাল নোট শনাক্তকরণ যন্ত্র এবং মানি স্কট সুবিধা থাকা উচিত। এসময় পশুর হাটগুলো রাস্তা পর্যাপ্ত বিস্তৃতি লাভ করে। তাই যানজট নিরসন এবং পশুর হাটে ক্রেতাবিক্রেতাদের নিরাপত্তা বিধান এবং ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে ট্রেন, লঞ্চ ও বাসে অতিরিক্ত যাত্রী বহন থেকে বিরত থাকা এবং অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়াতে গাড়ীর গতি নিয়ন্ত্রণে রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। এছাড়া কোরবানির বাজার দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং ঈদুল আজহার দিনে দ্রুত কোরবানির নাড়িভুড়ি অপসারণ করার জন্য সিটি কর্পোরেশনের প্রতি অনুরোধ জানা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন
পরবর্তী নিবন্ধআনোয়ারায় অজ্ঞাত লাশ উদ্ধার