আসন্ন ঈদুল আজহায় জবাইকৃত কোরবানি পশুর চামড়া নিয়ে বিশৃঙ্খলা রোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সাথে একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি বিশৃঙ্খলা রোধে কোরবানি ঈদের দিন ও পরবর্তী ২ দিন নগরে বাইরের চামড়া যাতে শহরে ঢুকতে না পারে তা নিশ্চিত করতে প্রশাসনসহ সংশ্লিষ্টদের আহ্বান জানান। গতকাল বুধবার টাইগারপাস নগর ভবনের অস্থায়ী কার্যালয়ে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও পরিবেশসম্মত ব্যবস্থাপনা নিশ্চিতে আয়োজিত এক সমন্বয় সভায় এসব কথা বলেন মেয়র। সভায় বক্তব্য রাখেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। এছাড়া সিএমপি জেলা প্রশাসন, প্রাণিসম্পদ অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, সিএমপি, বিসিকসহ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং চামড়া ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
ডা. শাহাদাত বলেন, কোরবানি হাটের নিয়ন্ত্রণ নিয়ে কেউ সন্ত্রাসী কার্যকলাপ করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। কিছু অসাধু ব্যবসায়ী নগরের বাইরের চামড়া নগরে ঢুকিয়ে চামড়ার দাম কমানোর অপকৌশল অবলম্বন করে। এভাবে দাম পড়ে যাওয়ায় শেষ পর্যন্ত দেখা যায় অনেক চামড়া অবিক্রীত রয়ে যায়। ওই চামড়ার কারণে পরিবেশ দূষিত হয়। এই অপচর্চা ঠেকাতে রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা প্রশাসন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে ভূমিকা রাখতে হবে।
ডা. শাহাদাত বলেন, চট্টগ্রাম শহরে আশপাশের এলাকার কোরবানির পশুর চামড়া প্রবেশ রোধ করতে পারলে শহরের কোরবানিদাতারা ভালো দামে চামড়া বিক্রি করতে পারবেন। সব চামড়া বিক্রি হয়ে গেলে নগরে পরিত্যক্ত চামড়ার কারণে বর্জ্য তৈরি হয়ে মানুষ কষ্ট পাবে না।
চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, কোরবানির দিন নগর দ্রুততম সময়ে পরিচ্ছন্ন করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় যানবাহন ও সরঞ্জাম সংগ্রহের পাশাপাশি কর্মীদের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে যাতে কোরবানির বর্জ্য বা চামড়া পরিবেশের ক্ষতি না করতে পারে।