কোরবানির গরুর গাড়ি নিরাপদে পৌঁছাতে নজর রাখবে হাইওয়ে পুলিশ

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ২৩ জুন, ২০২৩ at ৯:৩০ পূর্বাহ্ণ

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে আসা গরুর গাড়ি নির্বিঘ্নে হাটে পৌঁছাতে সহযোগিতা করবে হাইওয়ে পুলিশ। এজন্য মহাসড়কে কঠোর নজরদারি থাকবে। গতকাল বৃহস্পতিবার উপজেলার বারআউলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ি কর্তৃক ঈদুল আযহা উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন হাইওয়ে পুলিশ কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন। বারআউলিয়া থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হাইওয়ে পুলিশের (চট্টগ্রাম অঞ্চল) সহকারী পুলিশ সুপার নাসিম খাঁন, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাবেক সভাপতি মো. সেকান্দর হোসাইন, স্থানীয় মেম্বার মো. সাহাবুদ্দিন, পরিবহন মালিক সমিতির নেতা আব্দুল মান্নান, মো. জাফর, মো. সেলিম, মো. ফারুক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি ভার্সিটিতে কর্মচারীদের মধ্যে ঈদের পোশাক বিতরণ
পরবর্তী নিবন্ধওজিএসবি এবং বিএমএ চট্টগ্রামের মানববন্ধন