কোরবানির ঈদ

শিরিন আফরোজ | রবিবার , ১৬ জুন, ২০২৪ at ৯:৪৩ পূর্বাহ্ণ

ঈদের খুশি চাঁদের হাসি

মুসলিম জাহানে সুখ

ঈদ এসেছে, ঈদ এসেছে

খুশিতে সবার মুখ।

চাঁদের হাসি সবার হাসি

ঈদে সবাই ভালো কিছু চাই

ঈদ এসেছে ঈদ এসেছে

সবার খুশির সীমা নাই।

ধনীর ঈদ গরিবের ঈদ

আনন্দ সকলের সমান

একা কুরবানি ভাগে কুরবানি

কমে না তাতে মান।

ঈদ এসেছে চাঁদ হেসেছে

দুস্থদের মুখেও থাকুক হাসি

ঈদের খুশি সবার খুশি

মানবতায় জয় হোক রাশি রাশি।

পূর্ববর্তী নিবন্ধত্যাগের উৎসবে
পরবর্তী নিবন্ধসেদিন গাইবো গান