আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশের (একেএমবি) উদ্যোগে গতকাল চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১১তম পবিত্র দরসুল হাদিস মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একেএমবি চেয়ারম্যান আল্লামা কাজী জসিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন– চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ মুহাম্মদ মুজাহিদুল ইসলাম। প্রধান দরসকারী হিসেবে উপস্থিত ছিলেন– বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো–চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। বিষয় ভিত্তিক দরস পেশ করেন– শুকছড়ি দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা নাছেরুল হক চিশতী, বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ– আল্লামা এস এম ফরিদ উদ্দিন, আল্লামা নিজাম উদ্দিন রশিদী, এনামুল হক সিকদার, আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা মুফতি আলাউদ্দীন জিহাদী, আল্লামা হাসান রেজা আলকাদেরী, আল্লামা মুফতি নিজাম উদ্দিন নোমানী, অধ্যক্ষ আল্লামা জানে আলম নিজামী। মাহফিল প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যক্ষ আবু সালেহের স্বাগত বক্তব্য ও সচিব অধ্যাপক মাওলানা জয়নাল আবেদীন জিহাদীর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন –স ম হামেদ হোসাইন, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, এইচ এম মুজিবুল হক শাকুর, অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন তৈয়বী, মাওলানা মোহাম্মদ মুসা, এস এম আব্দুল করিম তারেক, ছৈয়দ হাফেজ আহমদ, উপাধ্যক্ষ মাওলানা জাকের আহমদ সিদ্দিকী, স ম শহিদুল হক ফারুকী, কাজী মফিজুর রহমান, মাওলানা ওয়াহেদ মুরাদ, স ম শওকত আজিজ, এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, শাহাদত হোসেন রুবেল, মোজাম্মেল হোসাইন, অধ্যাপক শহিদল্লাহ সাদা, ডাঃ হাসমত আলী তাহেরী, লায়ন মোহাম্মদ এমরান, এস এম আবু সাদেক ছিটু, কাজী আলাউদ্দিন আজাদ, আহমদ রেজা, রাশেদুল ইসলাম রাশেদ, মিজবাহুল ইসলাম ও মিজানুর রহমান প্রমূখ। এতে বক্তারা বলেন, ইসলামী শরীয়ায় কোরআন ও সুন্নাহ এ দুটি মূলনীতি পরস্পর আঙ্গাঙ্গিভাবে জড়িত। এ দুটির একটিকে বাদ দিয়ে শরীয়তের কথা চিন্তা করা নিতান্তই অমূলক। সুতরাং কোরআন–হাদিসের যথার্থ চর্চা ও মাহাত্ম্য অনুধাবন করা গেলে জাতীয় জীবনে একটি সুন্দর, সুস্থ সমাজ প্রতিষ্ঠা অধিকতর সম্ভব। প্রেস বিজ্ঞপ্তি।












