সুতরাং তার সেটা লিখে দেওয়া উচিত এবং যার উপর প্রাপ্য বর্তায় সে যেন লিখিয়ে যায় আর আল্লাহকে ভয় করে, যিনি তার রব, এবং প্রাপ্য থেকে কিছু যেন না কমায়। অত:পর যার উপর প্রাপ্য বর্তায় সে যদি নির্বোধ অথবা দুর্বল হয়।
– আল-কুরআনের বঙ্গানুবাদ (২:২৮২) সূরা বাক্বারা।
যে ব্যক্তি জুমার দিবসে মৃত্যুমুখে পতিত হয় তাহার জন্য শহীদের ফল লিখিত হইবে এবং সে কবরের আযাব হইতে নিষ্কৃতি পাইবে।
– আল-হাদিস (হোমায়েদ)।
করমর্দন হলো আন্তরিকতার বহিঃপ্রকাশ।
– শ্যামলচন্দ্র দত্ত।