দ্বীনি ও মানবসেবামূলক সংস্থা আনজুমানে খোদ্দামুল মুসলেমীনের ব্যবস্থাপনায় আগামী ১০ ও ১১ জানুয়ারি ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল নগরীর লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হবে। এতে প্রখ্যাত মুফাসসির ও ওলামায়ে কেরাম তফসির পেশ করবেন। মাহফিলে আলাদা প্যান্ডেলে পর্দা সহকারে মহিলাদের তাফসির শোনার ব্যবস্থা থাকবে। মাহফিল সফল করার লক্ষ্যে প্রস্তুতি কমিটির সঙ্গে ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মঙ্গলবার বিকেলে নগরীর মোমিন রোডের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মাহফিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আনজুমানে খোদ্দামুল মুসলেমীনের ট্রাস্টি সংগঠক মাওলানা এম এ মতিন। বক্তারা বলেন, কোরআন–সুন্নাহর শাশ্বত নির্দেশনার অনুসৃতির মাধ্যমে অবক্ষয়মুক্ত জীবন গড়ে তুলতে হবে। মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেন, মাওলানা সৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু, এম সোলায়মান ফরিদ, অধ্যাপক মাওলানা কাযী ইউনুস রিজভি, মাওলানা ইয়াসিন হোসাইন হায়দরী, মাওলানা করিম উদ্দিন নূরী, অধ্যাপক মুহাম্মদ এমরানুল ইসলাম, নাছির উদ্দিন মাহমুদ, মাওলানা ইউনুস তৈয়বী, মাওলানা ফেরদৌসুল আলম খান আলকাদেরী, সৈয়দ মুহাম্মদ আবু আজম, এরশাদ খতিবি, মুহাম্মদ ইবরাহিম খলিল, মাওলানা গিয়াসউদ্দিন নেজামী, এম মহিউল আলম চৌধুরী, ফজলুল করিম তালুকদার, মুহাম্মদ আলী হোসাইন, মাওলানা আবদুন্নবী আলকাদেরী, আলমগীর ইসলাম বঈদী, মাওলানা সোহাইল উদ্দিন আনসারী, মুহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা গিয়াস উদ্দিন কাদেরী, সাজ্জাদুর রহমান সাব্বির, হাবিবুল মুস্তফা সিদ্দিকী, মুহাম্মদ নুর রায়হান চৌধুরী, মাওলানা গিয়াস উদ্দিন, মঈন উদ্দিন কাদেরী, দিদারুল ইসলাম, এটিএম রেজাউল মোস্তফা, মো. ইব্রাহিম খলিল বাবুল, আমির হোসেন লিটু, বশির আহমদ চৌধুরী, ফরিদুল ইসলাম, মাসুম বিল্লাহ চৌধুরী, মো. নুরুন্নবী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।