‘কোরআন-সুন্নাহর মর্মবাণী সর্বত্র ছড়িয়ে দিতে হবে’

| সোমবার , ৬ জানুয়ারি, ২০২৫ at ৯:০৪ পূর্বাহ্ণ

আনজুমানে খোদ্দামুল মুসলেমীনের ব্যবস্থাপনায় ঐতিহাসিক পবিত্র তাফসিরুল কোরআন মাহফিল আগামী ১০ ও ১১ জানুয়ারি (শুক্রবারশনিবার) নগরীর লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হবে। মাহফিল সফল করার লক্ষ্যে মিডিয়া কমিটির প্রস্তুতি সভা শনিবার বিকেলে নগরীর মোমিন রোডের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মিডিয়া কমিটির সদস্য সংগঠক মুহাম্মদ আবদুর রহিম। সভায় বক্তারা বলেন, কোরআনসুন্নাহর নির্দেশনা ভুলে স্বেচ্ছাচারী জীবনে অভ্যস্ততার কারণে জনজীবনে অশান্তি ও দুর্যোগ নেমে এসেছে। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে কোরআনসুন্নাহর নির্দেশনা মানা হলে জনজীবনে শান্তি ও স্বস্তি ফিরে আসবে। তাই প্রত্যাশিত শান্তি ও মুক্তির পরশ পেতে কোরআনসুন্নাহর সঠিক মর্মবাণী সর্বত্র ছড়িয়ে দিতে হবে। বক্তারা আসন্ন তাফসিরুল কোরআন মাহফিলে সবাইকে অংশগ্রহণ করে ঈমান আকিদা সুরক্ষার আহ্বান জানান। সভায় আলোচনায় অংশ নেন আ ব ম খোরশিদ আলম খান, এম. মহিউল আলম চৌধুরী, নাছির উদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট ফরিদুল ইসলাম, ইয়াছিন রানা সোহেল, আবদুল করিম সেলিম, নুর রায়হান চৌধুরী, মাওলানা শেখ আরিফুর রহমান, হাবিবুল মুস্তফা সিদ্দিকী, জামাল উদ্দিন খোকন, আমিনুল ইসলাম রুবেল, বশির আহমদ চৌধুরী, আমান উল্লাহ আমান, মুহাম্মদ গিয়াস উদ্দিন প্রমুখ। সভায় নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের টেকসই উন্নয়নের উপর প্রশিক্ষণ
পরবর্তী নিবন্ধতৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণশক্তি